প্রতীকী ছবি।
ফের কলকাতাকে ফাঁকি দিয়ে গেল কালবৈশাখী।
সোমবার থেকেই আকাশে ঘোরাফেরা করছে মেঘ। সকালে আকাশ ঢাকা থেকেছে কালো মেঘে। তা দেখে আশায় বুক বেঁধেছেন বৃষ্টিহীন কলকাতার মানুষ। কিন্তু প্রকৃতি শেষমেষ নিরাশ করেছে।
মঙ্গলবার বিকেলে আকাশ কালো হয়ে এসেছিল। কোথাও কোথাও ঠান্ডা বাতাসও বয়েছে। সেই ঠান্ডা বাতাসে অন্যত্র বৃষ্টির খবর ছিল। কলকাতা বৃষ্টি না পেলেও, উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় ঝেঁপে বর্ষণ হয়ছে। এই মরসুমে মাত্র দু’টি কালবৈশাখী পাওয়া কলকাতাকে শেষ পর্যন্ত উপোসীই থাকতে হয়েছে।
আবহবিদেরা জানাচ্ছেন, এবারের মতো কালবৈশাখীর আকাল সাম্প্রতিক কালে দেখা যায়নি। মার্চ মাসে একটিও কালবৈশাখী হয়নি। এপ্রিলে দু’টি হলেও ঝড়ের পরে বৃষ্টি তেমন নামেনি। তাই স্বস্তি মেলেনি। মে মাসে হব হব করেও, বুধবার পর্যন্ত শুধু আকাশই কালো হয়ে থেকেছে। হাওয়া অফিসের ব্যাখ্যা, মেঘ কলকাতা থেকে উড়ে চলে গিয়েছে অন্যত্র।
হাওয়া অফিস জানিয়েছিল, বুধবার কোথাও কোথাও বৃষ্টি হবে। এ দিন সকাল থেকে সূর্যকে ঢেকে রখেছিল মেঘ। বেলা যত বেড়েছে, কোথাও কোথাও তত কালো হয়েছে আকাশ। কিন্তু সন্ধ্যার পরে হাওয়ার টানে মেঘ সরে যেতেই আশাভঙ্গ। আবহবিদদের ব্যাখ্যা, সকাল থেকেই উপগ্রহ চিত্রে কলকাতার উপরে দেখা মিলেছিল ছোট ছোট কয়েকটি মেঘপুঞ্জের। সেগুলি জুড়ে গেলেই সন্ধ্যায় কালবৈশাখী কেউ ঠেকাতে পারত না। কিন্তু তা হল না।