এই সেই ঘাতক লরি।—নিজস্ব চিত্র।
লরির চাকায় পিষে গিয়ে মৃত্যু হল এক শিশুর। সোমবার সকালে কলকাতার নিউটাউনের পাথরঘাটা এলাকার ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরে নিউটাউনের পাথরঘাটা বাসস্যান্ডের কাছে রাস্তা সারাইয়ের কাজ চলছে। রাস্তার বেশ খানিকটা অংশ রাস্তা তৈরির মাল-মশলায় মজুত থাকায় আটকে রয়েছে। যার জেরে তৈরি হচ্ছে তীব্র যানজট। অভিযোগ এর মধ্যে দিয়েই বেপরোয়া গতিতে চলছে গাড়ি। এই পথ দিয়েই বাবার সঙ্গে বাইকে চেপে স্কুল থেকে বাড়ি ফিরছিল বছর পাঁচেকের ইসাবুল মোল্লা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন সেই সময় সামনে থেকে এসে বাইকটিতে ধাক্কা মারে। বাইক থেকে দু’দিকে ছিটকে যান বাবা ও ছেলে। ওই শিশুটিকে চাকার তলায় পিষে দেয় লরিটি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: বিয়ের প্রথম বর্ষপূর্তিতেই বধূর অপমৃত্যু
এই ঘটনার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। উত্তেজিত জনতা লরিটিতে আগুন লাগিয়ে দেয়। বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে রাখা হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অবরোধ তোলেন। লরির চালক পলাতক। এই পথ দুর্ঘটনাটি নিয়ে প্রত্যক্ষদর্শীদের মধ্যে পৃথক মত রয়েছে। কয়েক জনের দাবি, রাজারহাটের অমরাইটের বাসিন্দা রবিউল মোল্লা ও তাঁর ছেলে ইসাবুলকে নিয়ে ডাক্তারের কাছ থেকে বাড়ি ফিরছিলেন। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসা একটি অটোতে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়েন বাবা ও ছেলে। সেই সময় লরিটি শিশুটিকে পিষে দেয়।