সংগৃহীত চিত্র।
রাজ্যের ডিএলএড শিক্ষা প্রতিষ্ঠানগুলির অনুমোদন পুনর্নবীকরণের আগে পরিদর্শনে গুরুত্ব আরোপ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ২৫ নভেম্বর থেকে রাজ্যের সব ডিএলএড শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদন পুনর্নবীকরণ প্রক্রিয়া শুরু হতে চলেছে। অনলাইনে আবেদন করতে হবে প্রতিষ্ঠানগুলিকে। ওই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অনলাইনেই প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য জমা দিতে বলা হয়েছে।
২৫ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে প্রক্রিয়া। ২৫ শে নভেম্বর আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম,বর্ধমান পূর্ব ও বর্ধমান পশ্চিমের প্রক্রিয়া চলবে। ২৬ নভেম্বর হবে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, কলকাতা ও মালদহের। ২৭ নভেম্বর মুর্শিদাবাদ। ২৮ নভেম্বর নদিয়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এবং ২৯ শে নভেম্বর অর্থাৎ শুক্রবার পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর দিনাজপুরের শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদন পুনর্নবীকরণের জন্য কাগজপত্র দাখিলার প্রক্রিয়া চলবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, “রাজ্যে এই মুহূর্তে ৬৫৭টি ডিএলএড শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। অভিযোগ, আগে কোনও রকম পরিদর্শন ছাড়াই ওই প্রতিষ্ঠানগুলিকে অনুমোদন দেওয়া হত। অনেক ক্ষেত্রেই পড়ুয়া ও শিক্ষকের অভাব এবং পরিকাঠামগত সমস্যাগুলি ধামাচাপা পড়ে যেত। তাই পরিদর্শন এবং নজরদারির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।”
প্রসঙ্গত,সভাপতি গৌতম পাল দায়িত্ব নেওয়ার পর ২৬৫ টি প্রতিষ্ঠানে ইতিমধ্যেই পরিদর্শন চালানো হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিকাঠামগত অভাব রয়েছে তার পরিকাঠামো উন্নতির কথা বলা হয়েছে। যেখানে শিক্ষকের অভাব রয়েছে সেখানে পর্যাপ্ত সহকারী শিক্ষক নিয়োগ করতে বলা হয়েছে। একই সঙ্গে নিয়মিত ক্লাস ও পড়ুয়াদের উপস্থিতির উপর জোর দিতে বলা হয়েছে। ডিএলএড শিক্ষা প্রতিষ্ঠানগুলির মান ও পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে কোনও আপস নয় বলে এর আগেই স্পষ্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।