— প্রতীকী চিত্র।
একটি পাঁচতলা আবাসনের তিনতলা থেকে আচমকা পড়ে যান ১৮ বছর বয়সি এক তরুণী। গুরুতর জখম অবস্থায় স্থানীয়েরা কলকাতা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনাটি শনিবার দুপুর ৩টে ১৫ নাগাদ জোড়াসাঁকো থানা এলাকার মিত্র লেনে ঘটেছে। মৃতের নাম ফিরোজ়া পরভীন। তরুণীর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে রবিবার তরুণীর ঠাকুমা সালমা খাতুন বিহারের নালন্দা থেকে কলকাতায় আসেন। তিনি জোড়াসাঁকো থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সালমার দাবি, তাঁর নাতনি ফিরোজ়াকে খুন করা হয়েছে। এটি কেবলমাত্র দুর্ঘটনা নয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে। স্থানীয়েরা জানান, শনিবার দুপুরে একটি বিকট শব্দ শুনতে পান তাঁরা। তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় ফিরোজ়া মাটিতে পড়ে রয়েছেন। স্থানীয়দের দাবি, তরুণীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। ঠিক কী ভাবে এই ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।