নিউ টাউনে দু’টি পথ দুর্ঘটনায় আহত ৬

পুলিশ সূত্রের খবর, প্রথম ঘটনাটি ঘটে শনিবার ভোরে ইকো পার্কের দু’নম্বর গেটের কাছে। বিমানবন্দরের রাস্তা ধরে নারকেলবাগানের দিক থেকে ইকো পার্কের দিকে যাচ্ছিল গাড়িটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪৯
Share:

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। শনিবার, ইকো পার্কের কাছে। ছবি: স্নেহাশিস ভট্টাচার্য

ফের দুর্ঘটনার কবলে পড়ল বেপরোয়া গতির গাড়ি। শনিবার বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকার দু’টি দুর্ঘটনায় আহত হলেন ছ’জন।

Advertisement

পুলিশ সূত্রের খবর, প্রথম ঘটনাটি ঘটে শনিবার ভোরে ইকো পার্কের দু’নম্বর গেটের কাছে। বিমানবন্দরের রাস্তা ধরে নারকেলবাগানের দিক থেকে ইকো পার্কের দিকে যাচ্ছিল গাড়িটি। বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ রাখতে না পেরে ঘটনাস্থলের কাছে বাতিস্তম্ভে ধাক্কা মেরে উল্টো যায় সেটি। বিকট শব্দ শুনে ছুটে যান পথচলতি মানুষ। আহত চার জনকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চালক এবং সামনে বসা অন্য আরোহীর আঘাত তত গুরুতর নয় বলেই জানিয়েছে পুলিশ।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে এ দিন দুপুরে নিউ টাউনে। আকাঙ্ক্ষা মোড় থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের রাস্তা ধরে তীব্র বেগে যাচ্ছিল একটি মোটরবাইক। তখন হাইকোর্টের প্রস্তাবিত জমির উল্টো দিকে এক ব্যক্তি রাস্তা পেরোচ্ছিলেন। বাইকচালক নিয়ন্ত্রণ রাখতে না পেরে ওই পথচারীকে ধাক্কা মারেন। চালক ও পথচারী, দু’জনকেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

শুধু নিউ টাউনই নয়, বিধাননগর কমিশনারেট এলাকার একাধিক জায়গা থেকে ট্র্যাফিক আইন ভঙ্গের অভিযোগ আসছে মুহুর্মুহু। চলতি সপ্তাহের সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত বিশেষ পুলিশি অভিযানে ট্র্যাফিক আইন ভঙ্গে এক হাজারেরও বেশি মামলা রুজু হয়েছে। অধিকাংশ অভিযোগই ভাগই বেপরোয়া গতি নিয়ে। স্থানীয়দের অভিযোগ, নিউ টাউন এলাকার রাস্তায় রাতে ও ভোরে নজরদারি কম থাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালান কিছু চালক। ওই সময়ে বহু মানুষ প্রাতর্ভ্রমণে বেরোন, ফলে বড় দুর্ঘটনার আশঙ্কা ছিল।

বিধাননগরের এক পুলিশকর্তা জানান, সচেতনতার প্রচার চলছে, গতি নিয়ন্ত্রণের উপরে জোর দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও কারও কারও হুঁশ না ফেরায় দুর্ঘটনা ঘটে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement