দ্বিতীয় দফার সুড়ঙ্গ নির্মাণ শুরু ইস্ট-ওয়েস্ট মেট্রোয়

ইস্ট-ওয়েস্ট মেট্রোয় দ্বিতীয় দফায় এসপ্লানেড থেকে শিয়ালদহ অভিমুখে সুড়ঙ্গ নির্মাণের কাজ শুরু হল। 

Advertisement

 নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ০০:৫১
Share:

এই যন্ত্রের সাহায্যেই মেট্রোর সুড়ঙ্গ কাটার কাজ চলছে। নিজস্ব চিত্র

ইস্ট-ওয়েস্ট মেট্রোয় দ্বিতীয় দফায় এসপ্লানেড থেকে শিয়ালদহ অভিমুখে সুড়ঙ্গ নির্মাণের কাজ শুরু হল।

Advertisement

রচনা এবং প্রেরণার পরে এই পর্বে সুড়ঙ্গ খোঁড়ার কাজ করবে দু’টি নতুন টানেল বোরিং মেশিন (টি বি এম), চণ্ডী এবং ঊর্বী। শুক্রবার থেকে

পশ্চিমমুখী সুড়ঙ্গে চণ্ডী আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করল। এর আগে গত বছর মার্চের শেষে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত সুড়ঙ্গ নির্মাণের কাজ সম্পূর্ণ করেছিল রচনা এবং প্রেরণা। ওই কাজ শেষ হওয়ার মধ্যেই এসপ্লানেড স্টেশন নির্মাণ অনেক দূর এগিয়ে

Advertisement

গেলেও শিয়ালদহ অভিমুখে সুড়ঙ্গ নির্মাণের কাজ শুরু করা যায়নি। এসপ্লানেড চত্বেরে মাটির নীচে জোড়া সুড়ঙ্গের যাত্রাপথে একাধিক ইস্পাতের খুঁটির উপস্থিতি খুঁজে পাওয়ায় ওই অংশে কাজ শুরু করা যায়নি। পরে পৃথক ভাবে একাধিক ছোট সুড়ঙ্গ তৈরি করে মাটির নীচে লুকিয়ে থাকা ইস্পাতের খুঁটিগুলি কেটে পরিস্কার করা হয়। দিন কুড়ি আগে ওই কাজ সম্পূর্ণ হয়েছে।

দ্বিতীয় দফায় এসপ্লানেড থেকে শিয়ালদহ পর্যন্ত আড়াই কিলোমিটার পথে সুড়ঙ্গ নির্মাণের কাজ

শুরু হল। এই অংশের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই অবশ্য সল্টলেক স্টেডিয়াম থেকে পাঁচ নম্বর সেক্টরের মধ্যে প্রায় ৬ কিলোমিটার পথে চলতি বছরেই মেট্রো চলাচল শুরু হয়ে যাওয়ার কথা। শিয়ালদহ স্টেশন নির্মাণের কাজও অনেক দূর এগিয়েছে। ফলে সমাগ্রিক মেট্রো পথের পূর্ব প্রান্তে সল্টলেক, পশ্চিমে

হাওড়া এবং এসপ্লানেডের মধ্যে সংযোগকারী অংশের কাজ এই

পর্বে হবে।

এ দিন সকাল ১০টা নাগাদ ইস্ট-ওয়েস্ট মেট্রোর কর্তাদের উপস্থিতিতে নারকেল ফাটিয়ে সুড়ঙ্গ খননের কাজ শুরু হয়। এ প্রসঙ্গে জানতে

চাইলে ইস্ট-ওয়েস্ট মেট্রোর এক কর্তা জানান, ব্রেবোর্ন রোডের মতোই দ্বিতীয় দফার সুড়ঙ্গ নির্মাণের ক্ষেত্রে পুরনো বাড়ির বাধা রয়েছে। প্রায় আড়াই কিলোমিটার পথে ৬৭৯টির মতো বাড়ি রয়েছে। যার মধ্য়ে ১২০ বছরের পুরনো বাড়িও আছে। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেই ওই বাড়িগুলির কাছ দিয়ে

সুড়ঙ্গ খোঁড়ার কাজ করা হবে। প্রথম ধাপে পশ্চিমমুখী সুড়ঙ্গের কাজ বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পরে পূর্বমুখী সুড়ঙ্গের কাজ শুরু হবে। ওই সুড়ঙ্গ এসপ্লানেড থেকে বেরিয়ে এস এন ব্যানার্জি রোড ঘুরে লেনিন সরণি, সুবোধ মল্লিক স্কোয়ার হয়ে শিয়ালদহে পৌঁছবে। সুড়ঙ্গ নির্মাণ সংস্থার চিফ প্রোজেক্ট ডিরেক্টর রূপক সরকার বলেন, ‘‘সুড়ঙ্গ খোঁড়ার কাজ কিছুটা হয়েছে। মূল কাজ আগামী সোমবার থেকে শুরু হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement