Sealdah

এসপ্লানেড-হাওড়া ময়দানকে যাত্রীর নিরিখে পিছনে ফেলল শিয়ালদহ-সেক্টর ৫

মেট্রো আধিকারিকদের একাংশের মতে, এসপ্লানেডে পরিকাঠামোগত কাজের জন্য দীর্ঘ দিন ধরে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ওই পথে কম সংখ্যক ট্রেন চলার কারণে যাত্রীর সংখ্যা কমেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ০৮:৩৭
Share:
মেট্রো যাত্রী।

মেট্রো যাত্রী। —ফাইল চিত্র।

ইস্ট-ওয়েস্ট মেট্রোয় নদীর নীচে সুড়ঙ্গপথে সফর নিয়ে নানা পর্যায়ে তীব্র উন্মাদনা দেখা গেলেও যাত্রী-সংখ্যার নিরিখে সদ্য শেষ হওয়া অর্থবর্ষে এসপ্লানেড-হাওড়া
ময়দান পথকে পিছনে ফেলেছে শিয়ালদহ-সেক্টর ৫ পথ। এসপ্লানেড-হাওড়া ময়দান পথে গত অর্থবর্ষে ১.৩৯ কোটি যাত্রী সফর করেছেন। ওই একই সময়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ-সেক্টর ৫ পথে সফর করেছেন ১.৪১ কোটি যাত্রী। অর্থাৎ, ওই পথে প্রায় দু’লক্ষের মতো যাত্রী বেশি হয়েছে।

Advertisement

২০২৩-’২৪ অর্থবর্ষে শিয়ালদহ-সেক্টর ৫ পথে যাত্রীর সংখ্যা ছিল ১.২২ কোটি। এক বছরে প্রায় ১৯ লক্ষ যাত্রী বেড়েছে মেট্রোর ওই পথে। শতাংশের বিচারে তা প্রায় ১৫.৫৭ শতাংশ। যা কলকাতা মেট্রোর অন্যান্য লাইনের তুলনায় যথেষ্ট চমকে দেওয়ার মতো বৃদ্ধি বলেই জানাচ্ছেন মেট্রোর আধিকারিকেরা। একই মেট্রো পথের পূর্বের অংশ এ ভাবে পশ্চিমকে পিছনে ফেলবে, তা অনেকের অনুমানের বাইরে ছিল বলেও জানাচ্ছেন মেট্রোর আধিকারিকেরা।

তবে, মেট্রো আধিকারিকদের একাংশের মতে, এসপ্লানেডে পরিকাঠামোগত কাজের জন্য দীর্ঘ দিন ধরে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ওই পথে কম সংখ্যক ট্রেন চলার কারণে যাত্রীর সংখ্যা কমেছে। তবে, তার পরেও শিয়ালদহ-সেক্টর ৫ পথে যাত্রী-সংখ্যার এই বিপুল বৃদ্ধি কুর্নিশযোগ্য বলেই দাবি তাঁদের।

Advertisement

সামগ্রিক বিচারে সদ্য শেষ হওয়া অর্থবর্ষে (২০২৪-’২৫) কলকাতা মেট্রোয় তার আগের বছরের (২০২৩-’২৪) তুলনায় প্রায় ২.৫৬ কোটি যাত্রী বেড়েছে। ২০২৩-’২৪ অর্থবর্ষে কলকাতা মেট্রোয় ১৯.২৫ কোটি যাত্রী সফর করেছিলেন। সেখানে গত অর্থবর্ষে ওই সংখ্যা বেড়ে
হয়েছে ২১.৮১ কোটি। শতাংশের বিচারে ওই বৃদ্ধি প্রায় ১৩.৩ শতাংশ। গত বছরের মার্চে কলকাতা মেট্রোর এসপ্লানেড-হাওড়া ময়দান, নিউ গড়িয়া-রুবি মেট্রোর পরিষেবা শুরু হওয়ার পাশাপাশি জোকা মেট্রোর পরিষেবা মাঝেরহাট পর্যন্ত
সম্প্রসারিত হয়।

মেট্রোর মোট যাত্রী-সংখ্যার মধ্যে ১৮.৯৩ কোটি যাত্রী উত্তর-দক্ষিণ মেট্রোয় সফর করেছেন। ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান-এসপ্লানেড পথে পরিষেবা শুরুর পরে
উত্তর-দক্ষিণ মেট্রোতেও এক লাফে প্রায় ৯৯ লক্ষ যাত্রী বেড়েছে এক বছরে। ২০২৪-’২৫ অর্থবর্ষে জোকা-মাঝেরহাট মেট্রোয় ১.৭৬ লক্ষ যাত্রী সফর করেছেন। যা তার আগের বছরের তুলনায় ৪২ হাজার বেশি। তবে, ওই মেট্রোপথে
ট্রেনের সংখ্যা নিতান্তই কম। গাণিতিক বিচারে ৩১.৩৪ শতাংশ যাত্রী বাড়লেও তা মূলত মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারণের কারণে বলে মেট্রো সূত্রের খবর। ওই মেট্রোয় ট্রেনের সংখ্যা বাড়লে পরিসংখ্যান আরও ভাল হতে পারে বলে মত যাত্রীদের বড় অংশের। গত অর্থবর্ষে নিউ গড়িয়া-রুবি মেট্রোয় ৫.৯২ লক্ষ যাত্রী সফর করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement