গোপাল পুজো থেকে সরল মোদী-ইমরানের মূর্তি

শুক্রবার রাতারাতি ইমরান খান এবং নরেন্দ্র মোদীর মূর্তি সরানো হল কুমোরটুলির গোপাল পুজো থেকে। শনিবার সেখানে শুধু গোপাল মূর্তি এবং অভিনন্দন বর্তমানের মূর্তি ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৯ ০০:৪০
Share:

গোপালের মূর্তির পাশে আর নেই মোদী-ইমরান।

শুক্রবার রাতারাতি ইমরান খান এবং নরেন্দ্র মোদীর মূর্তি সরানো হল কুমোরটুলির গোপাল পুজো থেকে। শনিবার সেখানে শুধু গোপাল মূর্তি এবং অভিনন্দন বর্তমানের মূর্তি ছিল।

Advertisement

খুলে ফেলা হয়েছে মোদী এবং ইমরানের কথোপকথন লেখা পোস্টারও। উদ্যোক্তারা জানান, আজ, রবিবার সকালে গোপালের মূর্তিটিও বিসর্জন দিয়ে দেওয়া হবে।

বহু বছরের পুরনো গোপাল পুজোয় এ বার অভিনন্দনের ‘ঘর ওয়াপসি’ থিম করা হয়েছিল কুমোরটুলিতে। সেখানে মোদী ও ইমরানের মূর্তি বসিয়ে লেখা হয়েছিল, ‘মোদী, তোমাদের অভিনন্দনকে ফেরত দিলাম’। আর একটি পোস্টারে লেখা ছিল, ‘ইমরান, তুমি আমাদের জওয়ানদের মেরে ভাল করলে না’।

Advertisement

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

ভোটের মুখে এই থিম দেখে বিষয়টিকে উত্তর কলকাতার রাজনীতির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছিলেন অনেকে। তা নিয়ে বিতর্ক হতেই স্থানীয় নেতারা ‘খোঁজখবর’ নিয়েছেন বলে খবর। এর পরেই মূর্তিগুলি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেন উদ্যোক্তারা। তবে কোনও মহল থেকে চাপ এসেছে কি না, তা নিয়ে সরাসরি কিছু বলতে চাইছেন না উদ্যোক্তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement