গত জুলাইতে গড়িয়াহাটের লিসে স্কুলের অনুমোদন বাতিল করেছিল দিল্লির আইএসসিই বোর্ড। তার পরে স্কুল কর্তপক্ষ অনুমোদনের দাবি জানিয়েছিলেন রাজ্য স্কুল শিক্ষা দফতরে। এ বার সেই স্কুলকে অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।স্কুলের সহ-অধ্যক্ষা সুস্মিতা ভট্টাচার্য বলেন, ‘‘আইএসসিই বোর্ড অনুমোদন বাতিল করার পর থেকেই স্কুল শিক্ষা দফতরে জানিয়েছিলাম। জানতে পেরেছি এ বছর জানুয়ারি থেকেই ওই অনুমোদন কার্যকর হবে।’’ পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘রাজ্য সরকারের তরফ থেকে নো-অবজেকশনের প্রয়োজন হয়। গত মঙ্গলবার সেটা পেয়েছি। অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।’’