Sabyasachi Dutta

স্কুলের ফি মকুবের আর্জি বিধায়কের

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জুন ২০২০ ০৪:৫৭
Share:

প্রতীকী ছবি।

নিজের বিধানসভা এলাকার সব স্কুলকে আপাতত ফি মকুবের আর্জি জানালেন প্রাক্তন তৃণমূল এবং অধুনা বিজেপি নেতা তথা রাজারহাট-নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত। বিজেপিতে যোগ দিলেও খাতায়-কলমে এখনও তিনি তৃণমূল বিধায়ক। করোনা আবহে জীবন এবং জীবিকা— দু’দিক থেকেই অভূতপূর্ব সঙ্কটে পড়েছেন মানুষ। এই প্রেক্ষিতে নিজের বিধানসভা কেন্দ্রের স্কুলগুলির কাছে সব্যসাচীবাবুর আবেদন, এপ্রিল মাস থেকে স্কুল না খোলা পর্যন্ত পড়ুয়াদের ফি মকুব করা হোক। সেশন চার্জ-সহ স্কুলের অন্যান্য ফি-ও অর্ধেক করে দেওয়ার আবেদন জানিয়েছেন সব্যসাচীবাবু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement