প্রতীকী ছবি।
জাল আইডি খুলে অনলাইনে রেলের তৎকাল টিকিট কাটার কারবার চালানোর অভিযোগে রেলরক্ষী বাহিনী (আরপিএফ) গ্রেফতার করেছিল একবালপুরের বাসিন্দা মহম্মদ মকসুদকে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আরপিএফের তদন্তকারী অফিসার তাঁর বিরুদ্ধে কোর্টে চার্জশিট দিতে না পারায় ব্যাঙ্কশাল আদালতের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট দীপাঞ্জন সেন ওই অভিযুক্তকে সোমবার মামলা থেকে অব্যাহতি দিলেন।
মকসুদের আইনজীবী প্রশান্ত মজুমদার জানান, গত বছরের ১৩ ডিসেম্বর তাঁর মক্কেলকে গ্রেফতার করেছিল আরপিএফ। ওই দিনই জামিন পেয়ে যান তিনি। কিন্তু নির্দিষ্ট ৬০ দিনের মধ্যে তাঁর বিরুদ্ধে আরপিএফের তদন্তকারী অফিসার আদালতে চার্জশিট পেশ করতে পারেননি। সেই কারণে গত ৭ জুলাই মকসুদ আদালতে একটি আবেদন জানান। আবেদনে বলা হয়, চার্জশিট যখন পেশই করা হয়নি, তখন তদন্ত বন্ধ করার নির্দেশ দিয়ে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।
প্রশান্তবাবু জানান, এ দিন আদালতে তদন্তকারী অফিসার মামলার কেস ডায়েরি নিয়ে হাজির থাকলেও কী কারণে ৬০ দিনের মধ্যে চার্জশিট পেশ করা যায়নি, তার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। কোর্টে আরপিএফের কোনও আইনজীবীও এ দিন ছিলেন না।