ভরদুপুরে বৃদ্ধার ফ্ল্যাটে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি

এ বার দক্ষিণ কলকাতার অভিজাত পল্লিতে এক বৃদ্ধার ফ্ল্যাটে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি করল দুষ্কৃতীরা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে লেক থানার যোধপুর গার্ডেন এলাকায়। পুলিশ জানিয়েছে, এ দিন দুপুরে ৩ জন যুবক ওই ফ্ল্যাটের কলিং বেল বাজায়। ফ্ল্যাটে তখন বিমলা গুপ্তা নামে ওই বৃদ্ধা একাই ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৫ ১৫:৫৬
Share:

এই সেই ফ্ল্যাট। ছবি: সুদীপ্ত ভৌমিক।

এ বার দক্ষিণ কলকাতার অভিজাত পল্লিতে এক বৃদ্ধার ফ্ল্যাটে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি করল দুষ্কৃতীরা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে লেক থানার যোধপুর গার্ডেন এলাকায়। পুলিশ জানিয়েছে, এ দিন দুপুরে ৩ জন যুবক ওই ফ্ল্যাটের কলিং বেল বাজায়। ফ্ল্যাটে তখন বিমলা গুপ্তা নামে ওই বৃদ্ধা একাই ছিলেন। কে এসেছে তা দেখার জন্য দরজা খুলতেই দুষ্কৃতীরা ওই বৃদ্ধাকে ঠেলে ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দেয়। তার পর টেবিলের উপর রাখা ছুরি এবং তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র দেখিয়ে বৃদ্ধাকে টাকাপয়সা, গয়না ছিনিয়ে নেয়। তার পর তারা সেখান থেকে চম্পট দেয়।

Advertisement

যোধপুর গার্ডেনের মতো অভিজাত এলাকায় দিনে-দুপুরে এ রকম ডাকাতির গটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। এ দিনের ঘটনা ফের শহরের প্রশ্নের মুখে দাঁড় করালো। শহরের বুকে বেড়ে চলা ডাকাতির ঘটনায় নিরাপত্তার খামতির বিষয়টিও পুলিশের একাংশ স্বীকার করে নেন।

বৃদ্ধ-বৃদ্ধাদের উপর উপর আক্রমণ বা ফ্ল্যাটে ঢুকে ডাকাতির ঘটনা শহরে নতুন নয়। তবে এ রকম অভিজাত এলাকায় ভরদুপুরে ডাকাতির ঘটনায় নিরাপত্তার বিষয়টি ভাবিয়ে তুলেছে পুলিশকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement