দুর্ঘটনায় মৃত ২

তিনটি দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। প্রথম ঘটনাটি ঘটেছে রবিবার সকালে, গার্ডেনরিচের লালগেট এলাকায়। পুলিশ জানায়, মুদিয়ালির বাসিন্দা সৌরদীপ হালদার (২৫) নামে এক যুবক মোটরবাইকে চেপে রামনগর থেকে তারাতলার দিকে যাচ্ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৬ ০০:৩৭
Share:

তিনটি দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। প্রথম ঘটনাটি ঘটেছে রবিবার সকালে, গার্ডেনরিচের লালগেট এলাকায়। পুলিশ জানায়, মুদিয়ালির বাসিন্দা সৌরদীপ হালদার (২৫) নামে এক যুবক মোটরবাইকে চেপে রামনগর থেকে তারাতলার দিকে যাচ্ছিলেন। একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটরবাইকে ধাক্কা মারলে ছিটকে পড়েন সৌরদীপ। পুলিশ জানায়, তাঁর মাথায় হেলমেট ছিল না। পিজিতে তাঁকে মৃত ঘোষণা করা হয়। গাড়িটিকে আটক করা হলেও চালক পলাতক।

Advertisement

এ দিনই সকালে গৌরীবাড়ির কাছে রাস্তা পেরোচ্ছিলেন মানিকতলার বাসিন্দা তপন সাহা (৪৫)। পুলিশ জানায়, তখনই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস তাঁকে ধাক্কা মারে। আরজিকরে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গ্রেফতার হয়েছে বাসচালক। আটক হয়েছে বাসটি। অন্য দিকে, এ দিনই যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন প্রাণজিৎ ঘোষ নামে এক সিবিআই ইনস্পেক্টর। পুলিশ জানায়, মোটরবাইকে উল্টোডাঙার দিকে যাওয়ার সময়ে একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। আহত অবস্থায় প্রাণজিৎবাবু একটি হাসপাতালে চিকিৎসাধীন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement