ছবি সংগৃহীত।
সাইকেল ট্র্যাক, সাইকেল চালকদের জন্য পথনির্দেশিকা, স্মার্ট সাইকেল স্ট্যান্ড এবং অ্যাপের মাধ্যমে সাইকেল বুকিং-সহ একাধিক পরিকাঠামো ইতিমধ্যেই তৈরি হয়েছে নিউ টাউনে। কিন্তু মাঝপথে সাইকেল খারাপ হয়ে গেলে তা মেরামত করা হবে কী ভাবে? এই সমস্যার সমাধানে নিউ টাউনে এ বার ভ্রাম্যমাণ সাইকেল ক্লিনিক চালু করার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে একটি সংস্থার সঙ্গে মউ স্বাক্ষর হয়েছে।
নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা এনকেডিএ সূত্রের খবর, ভ্রাম্যমাণ সাইকেল ক্লিনিক পরিষেবা দেবে একটি সংস্থা। ২৪ ঘণ্টাই চালু থাকবে ওই পরিষেবা। সংস্থার সঙ্গে যোগাযোগের জন্য একটি হেল্পলাইনও চালু করা হবে। সেটি হল ৯১৭০৪৪৭৫২২৫৭। এনকেডিএ-র এক শীর্ষ কর্তা জানান, নিউ টাউনের কোথাও সাইকেল মেরামত করার প্রয়োজন হলে হেল্পলাইনে যোগাযোগ করলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিষেবা দেবে ওই সংস্থা।
দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এবং করোনা পরিস্থিতিতে শারীরিক দূরত্ব বজায় রাখতে সাইকেল সবচেয়ে উপযোগী পরিবহণের মাধ্যম বলে মনে করছেন এনকেডিএ কর্তৃপক্ষ। সাইকেলে যাতায়াতে উৎসাহ দিতে তাঁরা পরিকাঠামো গঠনের কাজ ইতিমধ্যেই শুরু করেছেন। সেই সূত্রেই সাইকেল লেন, স্ট্যান্ড, অ্যাপের মাধ্যমে সাইকেল বুকিং, পথনির্দেশিকা-র ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সাইকেল শেখার প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে।
নিউ টাউনের বাসিন্দাদের একাংশ জানান, আগের তুলনায় এখন সাইকেল মেরামতের দোকান কম চোখে পড়ে। নিউ টাউনে সর্বত্র এখনও বসতি গড়ে ওঠেনি। ফলে বহু রাস্তার ধারে এই ধরনের দোকানও দেখা যায় না। তাই নিউ টাউনে মাঝ রাস্তায় সাইকেল খারাপ হলে বিপদে পড়তে পারেন আরোহীরা। তাঁদের বক্তব্য, সাইকেল চলাচল বাড়াতে অন্য পরিকাঠামোর পাশাপাশি সাইকেল মেরামতির ব্যবস্থাও প্রয়োজনীয়।