KMC Election 2021

KMC Election 2021: এমন ‘শান্ত’ পুরভোট কবে হয়েছে, বিস্মিত বন্দর এলাকা

বন্দর এলাকার বহু ওয়ার্ডের অধিকাংশ বুথেই বিরোধীদের এজেন্ট দেখা যায়নি। রাস্তার ধারে বিজেপি ও বামেদের অস্থায়ী ক্যাম্পও চোখে পড়েনি।

Advertisement

শুভাশিস ঘটক

কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ০৬:৩৯
Share:

উৎসুক: হরিমোহন ঘোষ কলেজের ভোটকেন্দ্রে উঁকিঝুকি এক খুদের। রবিবার, গার্ডেনরিচে। ছবি: রণজিৎ নন্দী।

বোমার আওয়াজ নেই! বহু বুথে বিরোধী এজেন্ট নেই! অধিকাংশ জায়গায় শাসকদল ছাড়া অন্য দলের পতাকা নেই! বিস্মিত বন্দর এলাকার বাসিন্দারা। অতীতে এমন নির্বাচন দেখেছেন বলে মনে করতে পারছেন না কলকাতা বন্দর এলাকা‌র প্রবীণ নাগরিকেরাও।

Advertisement

অভিযোগ, বন্দর এলাকার বহু ওয়ার্ডের অধিকাংশ বুথেই বিরোধীদের এজেন্ট দেখা যায়নি। রাস্তার ধারে বিজেপি ও বামেদের অস্থায়ী ক্যাম্পও চোখে পড়েনি।

রবিবার সকালে ১৩৩ নম্বর ওয়ার্ডের হরিমোহন ঘোষ কলেজের সামনে কর্তব্যরত এক পুলিশকর্মী বললেন, ‘‘গোলমালের কোনও আশঙ্কা নেই। কারণ ‘ডিফেন্স’ বলে বস্তুটি বন্দর এলাকা থেকে এ বার গায়েব হয়ে গিয়েছে।’’ সারা দিন বন্দরের আনাচে-কানাচে ঘুরে সে কথাই হুবহু মিলে গিয়েছে। ব্যতিক্রম কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা।

Advertisement

বেলা ১২টা। মৌলানা আজাদ বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্র। ১৩৫ নম্বর ওয়ার্ডের ওই কেন্দ্রের একটি বুথে গিয়ে দেখা গেল, শাসক তৃণমূল ছাড়া আর কয়েক জন নির্দল প্রার্থীর এজেন্ট রয়েছেন। কিন্তু বিরোধী সিপিএম-বিজেপির কোনও এজেন্ট নেই। কোভিড-বিধি শিকেয় তুলে মহিলা ও পুরুষেরা একই লাইনে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। প্রায় কারও মুখে মাস্ক নেই। কর্তব্যরত পুলিশকর্মীর দাবি, ‘‘বললেও কেউ কথা শুনছে‌ন না।’’

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোটা বন্দর এলাকা ঘুরে হাতে গোনা কয়েক জন ছাড়া কারও মুখে মাস্ক দেখা গেল না। বোমা না ফাটলেও মারধরের কিছু ঘটনা ঘটেছে বলে অভিযোগ। বেলা ১১টা নাগাদ ফারুকি রোডের নবরত্ন প্রাথমিক স্কুলের সামনে দাঁড়িয়ে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুললেন ১৪০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রাজা মোল্লা। রাজার অভিযোগ, ওই স্কুলে বুথ জ্যাম করে রাখা হয়েছে। তাঁর এজেন্টদের মারধর করা হচ্ছে। বুথ থেকে কিছুটা দূরে তাঁর দলীয় অফিসেও ভাঙচুর চালানো হয়েছে। সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতারা। তাঁদের দাবি, ‘‘ভোট-পর্ব নির্বিঘ্নে হয়েছে। কংগ্রেস প্রার্থী হেরে যাবেন বুঝে গিয়েছেন। তাই বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।’’

দুপুর দেড়টা নাগাদ ৭৫ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী ফৈয়াজ় আহমেদ খানের উপরে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ফৈয়াজ়ের অভিযোগ, মেরিন হাউস
বুথ সকাল থেকে বহিরাগতেরা দখল করে রেখেছে। দুপুরে তিনি সেখানে যাওয়ার পরেই তাঁর উপরে হামলা চালানো হয়। তাঁকে মারধর করা হয়। ভাঙচুর চালানো হয় গাড়িতে।’’ এর প্রতিবাদে খিদিরপুর মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র‌ পারিষদ তথা বাম প্রার্থী ফৈয়াজ়। তাঁর আরও দাবি, পুলিশের সামনেই তাঁর উপরে
হামলা হয়েছে।

মেরিন হাউস থেকে কয়েক কিলোমিটার দূরে ৭৯ নম্বর ওয়ার্ডে কবিখেত এলাকার বুথের সামনে তখন গল্পে মশগুল তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা সিরাজুল করিম (বাবলু)। ফৈয়াজ়ের উপরে হামলার ঘটনায় তাঁর প্রতিক্রিয়া, ‘‘মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছেন। সেখানে সিপিএম প্রার্থী ঢুকে বিশৃঙ্খলা বাধানোর চেষ্টা করেছিলেন। ভোটারেরা তাঁকে ধাক্কা দিয়েছেন বলে শুনেছি। পুলিশ ঘটনার তদন্ত করছে।’’ তবে আশাবাদী বন্দরের বিজেপি নেতা দশরথ সিংহ। তাঁর দাবি, ‘‘নির্বাচন কমিশন, পুলিশ ও তৃণমূল একজোট হয়ে ভোট লুট করেছে। তা সত্ত্বেও বিজেপি ভাল ফল করবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement