মাঝেরহাট ব্রিজ। ফাইল ছবি।
দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। প্রায় ২ বছর ৩ মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে মাঝেরহাট সেতু। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিকালে সেতুর উদ্বোধন করবেন। ফলে আজ, অর্থাৎ ৩ ডিসেম্বর থেকেই যান চলাচলের জন্য খুলে যাচ্ছে দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ সংযোগকারী সেতুটি। এই সেতু এবং তারাতলা-আলিপুর সংলগ্ন রাস্তায় যান চলাচলের জন্য নির্দেশিকা দিয়েছে কলকাতা পুলিশ।
মাঝারি এবং ভারি পণ্যবাহী গাড়ি ছাড়া ডায়মন্ড হারবার রোড থেকে সব উত্তরমুখী গাড়ি মাঝেরহাট সেতু দিয়ে যেতে পারবে। মাঝারি এবং ভারী পণ্যবাহী গাড়িগুলিকে তারাতলা ক্রসিং থেকে তারাতলা রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে হাইড রোড-হেস্টিংস ক্রসিং হয়ে দ্বিতীয় হুগলি সেতু পৌঁছে যেতে পারবে গাড়িগুলি। ডায়মন্ড হারবার রোড এবং আলিপুর থেকে দক্ষিণমুখী সব গাড়িই মাঝেরহাট রেলসেতু দিয়ে যেতে পারবে।
অন্যদিকে, আলিপুরের বেইলি ব্রিজ দিয়ে যান চলাচল একমুখী (দক্ষিণ থেকে উত্তর)। নিউ আলিপুরের সাহাপুর রোডে দু’দিকেই গাড়ি চলাচল করতে পারবে। মাঝেরহাট সেতুতে যান চলাচল শুরু হলে ওই এলাকার যানজট অনেকটাই কমবে বলে আশা কলকাতা পুলিশের।
আরও পড়ুন: মাঝেরহাটে স্বাভাবিক ছন্দে ফেরার অপেক্ষার শেষ