বেপরোয়া গাড়ি ধরতে গিয়ে জখম পুলিশকর্মী

শুধু বেলাগাম দৌড়েই বেপরোয়াপনা নয়, চলাচলে বাধা সৃষ্টি করে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রেখেও বেয়াদবি দেখাচ্ছে কিছু চালক। এমনই এক গাড়িচালককে ধরতে গিয়ে রবিবার রাতে কাঁকুড়গাছির মোড়ে আহত হলেন এক পুলিশকর্মী।

Advertisement
শেষ আপডেট: ২০ জুন ২০১৬ ০৮:৫০
Share:

শুধু বেলাগাম দৌড়েই বেপরোয়াপনা নয়, চলাচলে বাধা সৃষ্টি করে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রেখেও বেয়াদবি দেখাচ্ছে কিছু চালক। এমনই এক গাড়িচালককে ধরতে গিয়ে রবিবার রাতে কাঁকুড়গাছির মোড়ে আহত হলেন এক পুলিশকর্মী। তবে তিনি এবং তাঁর সঙ্গী সার্জেন্ট ওই চালককে গ্রেফতার এবং তার দুই সঙ্গীকে আটক করেছেন। পুলিশ জানায়, সিগন্যাল খোলা থাকা সত্ত্বেও একটি লাক্সারি ট্যাক্সি ওই মোড়ে দাঁড়িয়ে থাকে। পিছনের গাড়িগুলি এগোতে না-পারায় যানজট তৈরি হয়। ট্রাফিক সার্জেন্ট অমল প্রসাদ এবং তাঁর সঙ্গী গৌরব দাস এগিয়ে যান। গৌরববাবু জানলা দিয়ে হাত গলিয়ে গাড়িটি বন্ধ করার চেষ্টা করতেই চালক হঠাৎ কাচ তুলে দিয়ে গা়ড়ি ছুটিয়ে দেয়। হাত আটকে যাওয়ায় গৌরববাবু গাড়ির সঙ্গেই দৌড়তে থাকেন। মোটরবাইক নিয়ে কিছু দূরে গিয়ে গাড়িটিকে ধরে ফেলেন অমলবাবু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement