Kolkata

Kolkata Weather: নিস্তার নেই দক্ষিণবঙ্গে, আগামী কয়েক ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়

বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে। শুক্রবার থেকে শহরের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি নামার পূর্বাভাস দিল হাওয়া অফিস। ফলে মিলবে শীতের আমেজ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২১ ০৯:৪৪
Share:

ফাইল ছবি।

আগামী এক থেকে দুই ঘণ্টার মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক ঘণ্টায় কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে। শুক্রবার থেকে শহরের তাপমাত্রা আরও নামার পূর্বাভাস। হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শীতের আমেজ মিলবে।
অন্য দিকে, টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। সেই বৃষ্টির জল নদী দিয়ে বয়ে আসছে উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্সে। ফলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি। ফুঁসছে তিস্তা, তোর্ষা, রায়ডাক, কালজানি, ডায়না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement