দিলীপ কুমার দে। নিজস্ব চিত্র।
হাসপাতালের জানলার কাচ ভেঙে পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক রেলকর্মী। বৃহস্পতিবার রাতে শিয়ালদহের বিআর সিংহ হাসপাতালের ঘটনা।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম দিলীপ কুমার দে (৩৮)। তিনি সোনারপুরে বাসিন্দা। কয়েক দিন আগে হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন দিলীপ। তার পরই তাঁকে বিআর সিংহ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ২-৩ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার রাত ২টো নাগাদ হাসপাতালের পাঁচতলা থেকে ঝাঁপ মারেন ওই রেলকর্মী।
ভারী কিছু পড়ার আওয়াজ শুনে হাসপাতালে থাকা লোকজন ছুটে যান। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসকদের কাছে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের পরিবারের অভিযোগ, রাতে ঘটনাটা ঘটলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের ভোরে বিষয়টি জানান। হাসপাতাল থেকে কী ভাবে ঝাঁপ দিলেন দিলীপ, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। তাঁরা প্রশ্ন তুলেছেন হাসপাতালের নিরাপত্তা নিয়ে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।