Illegal Firecrackers

বিসর্জনের বাজির শব্দে ভাঙল কাচ, নিয়ন্ত্রণ নিয়ে উঠছে প্রশ্ন

সোমবার রাতে, নরেন্দ্রপুর থানা এলাকার অন্তর্গত রাজপুর-সোনারপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের গড়িয়া নবগ্রাম ঝিল রোডের ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দাবি, সাধারণ শব্দবাজির থেকে অনেক বেশি, তীব্র শব্দের বাজি ফাটানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ০৮:১৪
Share:

তীব্র শব্দের বাজি ফাটানো হয়। —প্রতিনিধিত্বমূলক ছবি।

বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা। অভিযোগ, সেই শোভাযাত্রা থেকে ফাটানো হয় শব্দবাজি। যার তীব্রতায় বাড়ির দরজা-জানলার কাচ ভেঙে যায় বলেও অভিযোগ। সোমবার রাতে, নরেন্দ্রপুর থানা এলাকার অন্তর্গত রাজপুর-সোনারপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের গড়িয়া নবগ্রাম ঝিল রোডের ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দাবি, সাধারণ শব্দবাজির থেকে অনেক বেশি, তীব্র শব্দের বাজি ফাটানো হয়। এমনকি, বোমা ফাটানো হয়ে থাকতে পারে বলেও অনুমান তাঁদের। সকালে বাড়ির কাছে বোমার সুতলি পড়ে থাকতে দেখেছেন বলে জানান ওই পরিবারের সদস্যেরা।

Advertisement

পরিবারটির এক সদস্যা রূপালি অধিকারী বলেন, “এই পথে অনেক বিসর্জনের শোভাযাত্রা যায়। তারাও বাজি ফাটায়। কিন্তু আগে কখনও এমন হয়নি। ওই দিন বাজির তীব্রতা অনেক বেশি ছিল। এত জোরে আওয়াজ আগে শুনিনি। হতে পারে, বোমা জাতীয় কিছুই ফাটানো হয়েছে।”

এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যেরা। তাঁদের অভিযোগ, পুলিশ প্রথমে অভিযোগ না নিয়ে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার কথা বলে। পরে তারা তদন্তে এসে বলে, কোন ক্লাবের বিসর্জন ছিল, সেই খোঁজ নিতে হবে বাড়ির লোকেদেরই। রূপালি বলেন, “বাড়িতে পোষ্য আছে। বিসর্জনের সময়ে শব্দ-ধোঁয়ার জেরে দরজা-জানলা বন্ধ করে রাখি। কোন ক্লাবের পুজোর বিসর্জন হচ্ছে, সেটা আমাদের পক্ষে তো জানা সম্ভব নয়। অথচ পুলিশ এসে বলছে, কোন ক্লাব করেছে, খোঁজ নিয়ে জানাতে।”

Advertisement

এই ঘটনায় শব্দবাজির দৌরাত্ম্য নিয়ে ফের প্রশ্ন উঠেছে। পুলিশ বার বার শব্দবাজি নিয়ন্ত্রণে পদক্ষেপের কথা বললেও তা যে বাস্তবায়িত হয়নি, সেটা বোঝা গিয়েছে কালীপুজো-সহ পরের কয়েক দিনে। পুলিশ জানায়, এ ক্ষেত্রে ঠিক কী হয়েছে, তা দেখা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, শক্তিশালী কোনও শব্দবাজি ফাটানো হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement