এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল, রেড রোডে জমজমাট পুজো কার্নিভাল

মোট ৭১ টি পুজো কমিটি এবারের কার্নিভালে অংশ নিয়েছে। প্রতিটি পুজো কমিটিকে প্রত্যেককে দুই মিনিট করে সময় দেওয়া হচ্ছে শোভাযাত্রার জন্যে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৯ ১৭:৩২
Share:

রেড রোডে জমজমাট পুজো কার্নিভাল

পুজো শেষ তবু উৎসবের মেজাজ শহরের রাজপথে। শুরু হয়ে গেল পুজো কার্নিভাল। রেড রোডে অনুষ্ঠিত পুজো কার্নিভালের এবারের থিম ‘রাঙামাটির বাংলা’। এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ মুখ্যমন্ত্রীর উপস্থিত হতেই শুরু হয় কার্নিভালের মূল অনুষ্ঠান । কিছুক্ষণের মধ্যে অতিথির আসন অলঙ্কৃত করেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও।

Advertisement

মোট ৭১ টি পুজো কমিটি এবারের কার্নিভালে অংশ নিয়েছে। প্রতিটি পুজো কমিটিকে দুই মিনিট করে সময় দেওয়া হচ্ছে শোভাযাত্রার জন্যে।

কার্নিভাল উপলক্ষ্যে গোটা রেড রোড চত্বর সেজে উঠেছে চন্দননগরের আলোয়। থিমের কথা মাথায় রেখে মূল মঞ্চটি সাজানো হয়েছে টেরাকোটায়। সেখানেই বসেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে কার্নিভালে উপস্থিত হয়েছেন দেশ বিদেশের প্রায় ৪ হাজার অতিথি। রয়েছেন টালিগঞ্জের একঝাঁক তারকাও।

Advertisement

দেখুন কার্নিভালের ভিডিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement