সন্ধ্যা মালো।
দু’মাসের শিশুকন্যা খুনে ধৃত মায়ের চিকিৎসায় মনোচিকিৎসকের সাহায্য নেওয়া হচ্ছে বলে মঙ্গলবার জানান কলকাতা পুলিশের গোয়েন্দা-প্রধান মুরলীধর শর্মা। বেলেঘাটার সিআইটি রোডের যে-ফ্ল্যাটে হত্যাকাণ্ড ঘটেছে, এ দিন সকালে ফরেন্সিক বিশেষজ্ঞেরা সেখানে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন। যে-ম্যানহোলে শিশুটির দেহ ফেলে দেওয়া হয়েছিল, সেটিও পরীক্ষা করেন তাঁরা। রবিবার দু’মাসের মেয়ের মুখে সেলোটেপ ঠেসে শ্বাসরোধ করে খুনের অভিযোগে ওই ফ্ল্যাটের গৃহবধূ সন্ধ্যা মালোকে গ্রেফতার করা হয়েছে। তিনি এখন লালবাজারে পুলিশি হেফাজতে। পুলিশকে ধৃত মহিলা জানিয়েছেন, মেয়েকে মানুষ করতে পারবেন না বলে আতঙ্কে ভুগছিলেন তিনি। বাচ্চাকে বুকের দুধ খাওয়াতেও সমস্যা হচ্ছিল তাঁর। শিশুটি তাঁকে বড্ড বিরক্ত করত। বাচ্চাকে সামলাতে না-পারায় তিনি তাকে মেরে ফেলেছেন বলে জানান সন্ধ্যা।
আরও পড়ুন: বেলেঘাটায় সন্তানকে খুন করে অভিনয়! ‘পুলিশ মায়ের’ জেরায় দোষ কবুল মায়ের