দুই যুবককে নিয়ে বিপত্তি টার্মিনালে

দুই যুবককে নিয়ে সোমবার হিমশিম খেলেন কলকাতা বিমানবন্দরের অফিসারেরা। এক জন, আগে বিমানে ওঠেননি। আগরতলা থেকে শহরে নামার সময়ে অসুস্থ হয়ে পড়লেন বিমানে। তাই কলকাতা থেকে চেন্নাইয়ের উড়ানে তাঁকে উঠতে দেওয়া হয়নি। তার পর তাঁকে নিয়ে সারা দুপুর বিমানবন্দরে চলে নানা টালবাহানা। অন্য জনের বাবা-মা ও বন্ধুরা যাচ্ছিলেন পোর্ট ব্লেয়ার।

Advertisement

সুনন্দ ঘোষ

শেষ আপডেট: ২৪ মে ২০১৬ ০১:৩৮
Share:

দুই যুবককে নিয়ে সোমবার হিমশিম খেলেন কলকাতা বিমানবন্দরের অফিসারেরা।

Advertisement

এক জন, আগে বিমানে ওঠেননি। আগরতলা থেকে শহরে নামার সময়ে অসুস্থ হয়ে পড়লেন বিমানে। তাই কলকাতা থেকে চেন্নাইয়ের উড়ানে তাঁকে উঠতে দেওয়া হয়নি। তার পর তাঁকে নিয়ে সারা দুপুর বিমানবন্দরে চলে নানা টালবাহানা। অন্য জনের বাবা-মা ও বন্ধুরা যাচ্ছিলেন পোর্ট ব্লেয়ার। তিনি এসেছিলেন তাঁদের ছাড়তে। বাবা-মাকে বিদায় জানাতে টার্মিনালের ভিতরে চলে যান বাতিল করা টিকিট দেখিয়ে। কিন্তু বেরোনোর সময়ে পড়ে যান ফাঁদে।

আগরতলা থেকে আসা যুবকের নাম দেবজিৎ দত্ত। সঙ্গে বাবা-মাও ছিলেন। যাত্রা শুরুর সময়ে অস্বস্তি হলেও সামলে নিয়েছিলেন তিনি। কিন্তু সোমবার দুপুরে স্পাইসজেটের বিমান কলকাতায় নামার সময়ে কানে তালা লেগে যায় দেবজিতের। চেঁচামেচি জুড়ে দেন বিমানে। শ্বাসকষ্ট হচ্ছে বলেও জানান তিনি। শহরে কিছু যাত্রী ওঠানামার পরে ওই বিমানেরই চেন্নাই উড়ে যাওয়ার কথা ছিল। দেবজিতেরও চেন্নাই যাওয়ার কথা। কিন্তু বিমানবন্দরের চিকিৎসকেরা দেবজিতকে পরীক্ষা করে নামিয়ে আনেন বিমান থেকে। দেবজিৎ ওই উড়ানে যেতে চান। কিন্তু ফিট সার্টিফিকেট ছাড়া নিতে চায়নি স্পাইসের বিমান। স্পাইস জানায়, ডাক্তারের সার্টিফিকেট পেলে বিকেলের বিমানে উঠতে পারবেন ওঁরা। ডাক্তার ‘ফিট টু ফ্লাই’ লিখে দেওয়ায় বিকেলে চেন্নাই যান তাঁরা।

Advertisement

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে বিমানবন্দরের একতলায় যেখান দিয়ে যাত্রীরা শহরে ঢোকেন, সেখানে দর্শনার্থীর টিকিট কেটে টার্মিনালের ভিতরে ঢুকতে দেখা যায় নিউ টাউনের বাসিন্দা ২৫ বছরের মৃত্যুঞ্জয় বিশ্বাসকে। একটু ঘুরে তিনি লিফ্‌টে দোতলায় আসেন। কলকাতা থেকে যাঁরা উড়ান ধরেন, তাঁরা দোতলা দিয়ে টার্মিনালে ঢোকেন। সেখানে আর কারও প্রবেশাধিকার নেই। সূত্রের খবর, মৃত্যুঞ্জয়ের টিকিট কাটা থাকলেও দু’দিন আগেই তা বাতিল করেন তিনি। ওই বাতিল টিকিটের প্রিন্ট দেখিয়েই টার্মিনালে ঢোকেন। কিন্তু নিয়ম মতো, দোতলার গেট দিয়ে বিমানবন্দরের কর্মী-অফিসার ছাড়া আর কাউকে বেরোতে দেওয়া হয় না। ফলে আটকে পড়েন মৃত্যুঞ্জয়। বেরোতে গিয়ে ধরা পড়ে যান রক্ষীদের হাতে। সেখানেই গ্রেফতার করা হয় তাঁকে। পরে অবশ্য জামিনে ছাড়াও পেয়ে যান ওই যুবক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement