প্রতীকী ছবি।
আইসিএসই বা দশম শ্রেণির প্রথম সিমেস্টারের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। আইএসসি বা দ্বাদশ শ্রেণির প্রথম সিমেস্টারের পরীক্ষাও আগামী ২০ তারিখ শেষ হয়ে যাবে। এর পরে আগামী মার্চ অথবা এপ্রিলের গোড়ায় অফলাইনেই আইএসসি এবং আইসিএসই-র দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা হতে পারে। এমন সম্ভাবনার কথা মাথায় রেখেই প্রস্তুতি শুরু করে দিল সিআইএসসিই বোর্ডের অধীন স্কুলগুলি। ওই সমস্ত স্কুলের অধ্যক্ষেরা জানিয়েছেন, দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষার জন্য স্কুলগুলিকে ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে উত্তর লেখার বুকলেট ও গ্রাফ খাতা কেনার অর্ডার দিতে হবে বলে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সিআইএসসিই বোর্ড। বোর্ডের সচিব জেরি অ্যারাথুন বলেন, “স্কুলগুলিকে ৭ মার্চের মধ্যে বুকলেট-সহ পরীক্ষার সব সামগ্রী নিয়ে নিতে হবে।”
করোনা পরিস্থিতিতে আইসিএসই এবং আইএসসি পরীক্ষা দু’টি সিমেস্টারে হচ্ছে। প্রথম সিমেস্টার অফলাইনে এমসিকিউ (মাল্টিপল চয়েস কোয়েশ্চেন) ধাঁচের হওয়ায় পরীক্ষার্থীদের উত্তর লেখার বুকলেটে কিছু লিখতে হয়নি। তবে দ্বিতীয় সিমেস্টার এমসিকিউ ধাঁচের হবে না। ফলে বুকলেটেই পরীক্ষা দিতে হবে। পরীক্ষা হবে নিজেদের স্কুলেই। গার্ড দেবেন অন্য স্কুলের শিক্ষকেরা।
সিআইএসসিই বোর্ডের বিভিন্ন স্কুলের অধ্যক্ষেরা জানাচ্ছেন, করোনা-বিধি মেনে অফলাইনে প্রথম সিমেস্টারের পরীক্ষা প্রায় শেষ। বোর্ড অফলাইনেই দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেওয়ায় স্কুলগুলিও প্র্যাক্টিক্যাল পরীক্ষা নিতে শুরু করবে। ৩১ জানুয়ারির মধ্যে দ্বাদশের সমস্ত প্র্যাক্টিক্যাল পরীক্ষা শেষ করবেন তাঁরা।
কলকাতার কয়েকটি স্কুলের অধ্যক্ষেরা জানিয়েছেন, রাজ্যে স্কুল খুলেছে ১৬ নভেম্বর। কিছু দিন ক্লাস চলার পরেই শুরু হয়ে যায় প্রথম সিমেস্টার। তাই প্র্যাক্টিক্যাল ক্লাস বেশি হয়নি। ডিসেম্বরের মধ্যে ক্লাস শেষ করে প্র্যাক্টিক্যাল পরীক্ষা নিতে শুরু করবেন তাঁরা। করোনা-বিধি মেনে পরীক্ষার্থীদের বিভিন্ন দলে ভাগ করে পরীক্ষা চলবে কিছু দিন ধরে।