পুরবোর্ডের বিরুদ্ধে দুর্নীতির পোস্টার, বিতর্ক

পুরসভায় ক্ষমতায় তৃণমূল। সেই পুরবোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়ল পুরসভা এবং আশপাশের এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ০১:৫৯
Share:

টিটাগড়ে এই পোস্টার ঘিরেই শুরু বিতর্ক। নিজস্ব চিত্র

পুরসভায় ক্ষমতায় তৃণমূল। সেই পুরবোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়ল পুরসভা এবং আশপাশের এলাকায়। পোস্টারে প্রচারক হিসেবে নাম রয়েছে, তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতারই। সেই প্রচারে টিটাগড়ের পুরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ তোলা হয়েছে।

Advertisement

এখানেই শুরু হয়েছে বিতর্ক। পোস্টারে যে তৃণমূল নেতার নাম রয়েছে, সেই মিথিলেশ কুমার জানাচ্ছেন, তিনি তো নন, তাঁদের সংগঠনের কেউই ওই পোস্টার দেননি। তা হলে পোস্টার দিল কে? পুরপ্রধান প্রশান্ত চৌধুরী বলেছেন, ‘‘এটা আমাদের বিরোধী যাঁরা আছে, তাঁদের কাজ। এটা বিজেপিই করেছে।’’ একই কথা বলছেন, মিথিলেশও।

নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে টিটাগড় পুরসভা বেশ কিছু দিন ধরেই সরগরম। সম্প্রতি এই পুরসভায় বিভিন্ন পদে ২২২ জন কর্মী নিয়োগ হয়। তার পর থেকেই পুরসভায় বিক্ষোভ শুরু হয় অস্থায়ী কর্মীদের।

Advertisement

কিছু ক্ষেত্রে এই আন্দোলনে সমর্থন জানায় তৃণমূলের শ্রমিক সংগঠনের এই শাখা। নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে বিজেপিও। তারা কলকাতা হাইকোর্টে মামলাও করেছে।

এরই মধ্যে পোস্টার বিতর্ক। রবিবার সকালে পুরসভার ভিতরে-বাইরে এবং এলাকার বিভিন্ন জায়গায় দেখা যায়, হলুদ রঙের একটি পোস্টার সাঁটানো হয়েছে। সেই পোস্টারে মূলত বিজেপিরই অভিযোগ রয়েছে। মূলত স্বজনপোষণ এবং অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার কথা ফলাও করে ব্যাখ্যা করা হয়েছে। পোস্টার বারবার উল্লেখ করা হয়েছে, পুরসভা তৃণমূলের দখলে থাকলেও দলের কর্মী হিসেবে হিসেবে তাঁরা ব্যাথিত।

পোস্টার নিয়ে প্রশান্তবাবু বলেন, ‘‘আমাদের দলের কর্মী হলে তাঁরা দলের ভিতরে বলবেন, উপর মহলে বলবেন। তাঁদের সঙ্গে তো আমাদের আলোচনা হয়েছে। তাঁদের জন্য আমরা কী করতে পারি, তা নিয়েও আলোচনা চলছে। ফলে তাঁরা কেন এমন করবেন? বিজেপিই এই কাজ করেছে। আমাদের দলের সংগঠনের পরিচয় সামনে রেখেই ওরা অস্থিরতা তৈরি করতে চাইছে। ওরা তো মামলা করেছে। সেখানেই প্রমাণ হবে নিয়োগে দুর্নীতি হয়েছে কি না।’’

তৃণমূলের শ্রমিক সংগঠনের টিটাগড় পুরসভার সাধারণ সম্পাদক মিথিলেশ কুমার বলেন, ‘‘আমাদের অভিযোগের সঙ্গে

পোস্টারের যদিও মিল রয়েছে, আমরা এই কাজ করিনি। আমরা পোস্টার দিলে কখনও পুরপ্রধানের নাম লিখতাম না। বিজেপিই এটা করেছে।’’ বিজেপি নেতা এবং টিটাগড় পুরসভার কাউন্সিলর মণীশ শুক্ল বলেন, ‘‘আমরা বরাবরই নিয়োগ নিয়ে দুর্নীতির

অভিযোগ তুলছিলাম। এ বার ওদের সংগঠন থেকেই সেই অভিযোগ তোলা হল।’’ তৃণমূলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমরা কেন এ কাজ করতে যাব? আমরা প্রকাশ্যেই আন্দোলন করছি।

মামলাও করেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement