বাজির শব্দ নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ

এ বছর যাতে ফের তা শহিদ মিনারের পাশে করা যায়, তার জন্য বাজি বাজারের কর্মকর্তাদের সঙ্গে বুধবার বৈঠকে বসেছিল পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৯ ০১:০৩
Share:

প্রতীকী ছবি।

বাজির আওয়াজ যাতে নির্দিষ্ট শব্দসীমা না ছাড়ায়, তা নিশ্চিত করতে বাজি ব্যবসায়ীদের সতর্ক করল কলকাতা পুলিশ। সেনাবাহিনীর অনুমোদন আসতে দেরি হওয়ায় গত বছর কালীপুজোর আগে বাজি বাজার শহিদ মিনার সংলগ্ন ময়দানের পরিবর্তে বিবেকানন্দ পার্কে বসেছিল। এ বছর যাতে ফের তা শহিদ মিনারের পাশে করা যায়, তার জন্য বাজি বাজারের কর্মকর্তাদের সঙ্গে বুধবার বৈঠকে বসেছিল পুলিশ। কলকাতা পুলিশের তরফে বৈঠকে নেতৃত্ব দেন ডিসি (রিজার্ভড ফোর্স) সুখেন্দু হীরা। বৈঠকে উপস্থিত ছিলেন ময়দান, টালা, যাদবপুর ও বেহালা বাজি বাজার সমিতির কর্মকর্তারা।

Advertisement

‘পশ্চিমবঙ্গ বাজি বাজার উন্নয়ন সমিতি’র সম্পাদক, আইনজীবী শুভঙ্কর মান্না বলেন, ‘‘গত বছর বাজি বাজার শহিদ মিনার থেকে বিবেকানন্দ পার্কে সরে গিয়েছিল। এ বার যাতে ময়দানেই বাজার বসানো যায়, তার জন্য আমরা পুলিশের কাছে আর্জি জানিয়েছি।’’ পুলিশ সূত্রের খবর, বাজি ব্যবসায়ীদের আর্জি মেনে এ বার শহিদ মিনারের পাশেই বাজি বাজারের আয়োজন করতে সেনাবাহিনীকে চিঠি দেওয়া হবে।

পুলিশের অভিযোগ, কালীপুজোর সময়ে প্রচুর বেআইনি বাজি শহরে ঢোকে। বাজির শব্দসীমা যাতে কখনওই ৯০ ডেসিবেল না ছাড়ায়, তার জন্য আগামী সপ্তাহেই নুঙ্গি ও চম্পাহাটির বাজি প্রস্তুতকারকদের সঙ্গে বৈঠকে বসবেন ডিসি (রিজার্ভড ফোর্স)। ওই বৈঠকে সেনাবাহিনী ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ছাড়াও দমকলের কর্তারা থাকবেন। পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘কালীপুজোয় দক্ষিণ ২৪ পরগনার বজবজ, নুঙ্গি ও চম্পাহাটি থেকে প্রচুর বাজি শহরে ঢোকে। নিষিদ্ধ শব্দবাজি তৈরি ঠেকাতে ব্যবসায়ীদের কাছে আবেদন জানানো হবে।’’

Advertisement

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement