প্রতীকী ছবি।
একই দিনে দু’টি আলাদা আলাদা জায়গা থেকে উদ্ধার হল দেশি রিভলভার এবং দেড় কোটিরও বেশি টাকা। কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর এই অভিযানে ধরা পড়ল দুই দাগি অস্ত্র কারবারি।
এসটিএফ সূত্রের খবর, সোমবার খবর পেয়ে তারা দক্ষিণ বন্দর থানা এলাকার স্ট্র্যান্ড রোডে নজরদারি চালায়। রাত সওয়া ৮টা নাগাদ এসটিএফের জালে ধরা পড়ে দুই যুবক। মোটরবাইক চেপে আসা ওই দুই অস্ত্র কারবারিকে ধরার পরে তাদের থেকে মেলে ধাতব রুপোলি রঙের ৮টি ওয়ান শটার। পুলিশ জানায়, ধৃতদের নাম সুজাত গোস্বামী ও মহম্মদ শাহিদ। বাড়ি হুগলির শ্রীরামপুরে। দু’জনকে মঙ্গলবার আদালতে তোলা হলে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজত হয়।
অন্য দিকে, বিশেষ সূত্রে খবর পেয়ে সোমবার পার্ক স্ট্রিট থানার সাহায্য নিয়ে ইলিয়ট রোডে মহম্মদ ইমরান নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় এসটিএফ। পুলিশ জানিয়েছে, সেই সময়ে ইমরান বাড়িতে ছিলেন না। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১ কোটি ৬২ লক্ষের বেশি ভারতীয় টাকা। এ ছাড়াও মিলেছে কিছু সোনার গয়না, দু’টি ল্যাপটপ ও দু’টি স্মার্টফোন। এত টাকা কোথা থেকে এল, তার কোনও সদুত্তর মেলেনি। পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।