প্রতীকী ছবি।
পঞ্চান্ন বা তারও বেশি বয়সি পুলিশকর্মীদের এ বার থেকে আর রাস্তায় ডিউটি করতে হবে না। লালবাজারের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। করোনা সংক্রমণের আশঙ্কার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন পুলিশকর্তারা।
কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। তার উপরে কলকাতা পুলিশের বিভিন্ন থানা ও ট্র্যাফিক গার্ডে পুলিশকর্মীরাও অনেকে ওই রোগে আক্রান্ত হয়েছেন। লালবাজার সূত্রের খবর, কলকাতা পুলিশে আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গিয়েছে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন বয়সের কর্মীরা থাকলেও পঞ্চাশোর্ধ্বরাই তুলনায় বেশি কাবু হয়েছেন।
করোনা সংক্রমণের আশঙ্কার কথা মাথায় রেখে ইতিমধ্যেই উত্তরাখণ্ডে পঞ্চান্ন বা তার বেশি বয়সি পুলিশকর্মীদের অফিসের ভিতরে কাজের নিদান দেওয়া হয়েছে। মুম্বই পুলিশ আবার প্রৌঢ় কর্মীদের ছুটি দিয়েছে। কলকাতা পুলিশে ইতিমধ্যেই দু’জন কনস্টেবল করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তাঁদের দু’জনেরই বয়স ছিল পঁয়তাল্লিশের মধ্যে। লালবাজারের এক কর্তার কথায়, ‘‘সমীক্ষায় দেখা গিয়েছে, পঞ্চান্ন বছরের বেশি বয়সি অধিকাংশ পুলিশকর্মীরই নানা শারীরিক সমস্যা রয়েছে। করোনার কথা মাথায় রেখে তাঁদের ডিউটি থেকে কিছুটা ছাড় দেওয়া হল। তবে তাঁদের অবশ্যই অফিসের মধ্যে কাজ করতে হবে। অথবা, রিজ়ার্ভ ফোর্স হিসেবে থাকবেন।’’
চিকিৎসক অমিতাভ নন্দী কলকাতা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘‘করোনা যে কোনও বয়সেই হতে পারে। তবে বয়সটা পঞ্চান্নর বেশি হলে জটিলতা বাড়ে। সে দিক থেকে এটা ভাল পদক্ষেপ।’’
বুধবারই উত্তর কলকাতার বাগবাজার বস্তিতে একসঙ্গে ১৬ জনের করোনা ধরা পড়েছে। বিভিন্ন এলাকায় বাড়ছে সংক্রমণ। লালবাজারের এক কর্তার কথায়, ‘‘প্রত্যেক পুলিশকর্মীর সুরক্ষার দিকে নজর রয়েছে আমাদের। তাই পুলিশের প্রতিটি দফতরে দায়িত্ব ভাগ করে দেওয়ার ক্ষেত্রে একটা ভারসাম্য রক্ষার চেষ্টা হচ্ছে।’’