Missing

কাজ থেকে ফেরার সময়ে নিখোঁজ যুবক

পুলিশ জানিয়েছে, নিখোঁজ যুবকের নাম সুমিত মল্লিক। ওয়াটগঞ্জ থানা এলাকায় ময়ূরভঞ্জ রোডে বাবা-মায়ের সঙ্গে থাকেন তিনি। ধর্মতলার একটি জুতোর শোরুমে কাজ করেন বছর কুড়ির ওই যুবক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ জুলাই ২০২৩ ০৬:৪৩
Share:

—প্রতীকী চিত্র।

কাজে বেরিয়ে সোমবার শেষ বার ফোন করেছিলেন বন্ধুকে। কান্নাকাটি করে জানিয়েছিলেন, মন খারাপ। ভাল লাগছে না কিছুই। বিকেলে ফিরে সব খুলে বলবেন বলেও জানিয়েছিলেন। তার পর থেকেই আর খোঁজ নেই ওই যুবকের। শেষ বার তাঁকে দেখা যায় খিদিরপুরের জগন্নাথ ঘাটে। সেখানে মিলেছে তাঁর মোবাইল এবং ওয়ালেট।

Advertisement

পুলিশ জানিয়েছে, নিখোঁজ যুবকের নাম সুমিত মল্লিক। ওয়াটগঞ্জ থানা এলাকায় ময়ূরভঞ্জ রোডে বাবা-মায়ের সঙ্গে থাকেন তিনি। ধর্মতলার একটি জুতোর শোরুমে কাজ করেন বছর কুড়ির ওই যুবক। পরিবারের তরফে মঙ্গলবার ওয়াটগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, সোমবার সকালে বন্ধুদের সঙ্গে মন্দিরে পুজো দিয়ে শোরুমে গিয়েছিলেন সুমিত। কিন্তু সন্ধ্যার পরেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যেরা তাঁকে ফোন করেন। কোনও সাড়া না পেয়ে শুরু হয় খোঁজ। সুমিতের এক বন্ধু যতীন মল্লিক বলেন, ‘‘আমাদের এক বন্ধু এসে জানায়, সুমিত ওকে ফোন করে কান্নাকাটি করেছিল। মেসেজে জগন্নাথ ঘাটের পঞ্চানন মন্দিরের কাছে যেতেও বলেছিল।’’ সুমিতের পরিবার ঘাটে গিয়ে তাঁর মোবাইলে ফোন করলে এক পুরোহিত সেটি ধরে জানান, একটি ব্যাগের মধ্যে মোবাইলটি পেয়েছেন।

Advertisement

পুলিশ ওই পুরোহিতকে জিজ্ঞাসাবাদ করেছে। তিনি জানিয়েছেন, ব্যাগ রেখে এক যুবককে ঘাটের দিকে চলে যেতে দেখেছিলেন। ওই যুবকই সুমিত কি না, ব্যাগ রেখে তিনি কোথায় গিয়েছিলেন, খতিয়ে দেখছে পুলিশ। এক তদন্তকারী আধিকারিক বলেন, ‘‘গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement