Financial Fraud

উপহারের টোপ দিয়ে প্রতারণা, গ্রেফতার দুই

প্রতারিত হয়েছেন বুঝতে পেরে জানুয়ারিতে পুলিশের দ্বারস্থ হন এষা। পুলিশ জানতে পারে, এষার টাকা ঢুকেছে মোজ্জামেল ও হর্ষের অ্যাকাউন্টে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ জুন ২০২৩ ০৮:০৮
Share:

—প্রতীকী চিত্র।

সমাজমাধ্যমে মিথ্যা পরিচয় দিয়ে এক মহিলার সঙ্গে বন্ধুত্ব পাতানোর পরে তাঁকে উপহার দেওয়ার নামে ৭ লক্ষ ৮০ হাজার টাকা প্রতারণার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের নাম মোজ্জামেল হক ও হর্ষ পোদ্দার। শুক্রবার রাতে রবীন্দ্রনগর থেকে মোজ্জামেল ও বাগুইআটি থেকে হর্ষকে গ্রেফতার করা হয়। দু’জনেই মালদহের বাসিন্দা। শনিবার তাদের ৭ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে ব্যাঙ্কশাল আদালত।

Advertisement

গত নভেম্বরে এক প্রতারক নিজেকে ব্রিটেনের বাসিন্দা বলে পরিচয় দিয়ে ইনস্টাগ্রামে পাটুলির এষা পাণ্ডার সঙ্গে বন্ধুত্ব পাতায় বলে অভিযোগ। ১৫ ডিসেম্বর সে এষাকে জানায়, সে দিল্লি বিমানবন্দরে নেমেছে। তরুণীর জন্য দামি উপহার এনেছে। কিন্তু সেটি ছাড়াতে শুল্ক দিতে হবে। সে এষাকে টাকা পাঠাতে অনুরোধ করে। এষা ৭ লক্ষ ৮০ হাজার টাকা পাঠান। কিন্তু উপহার আসেনি।

প্রতারিত হয়েছেন বুঝতে পেরে জানুয়ারিতে পুলিশের দ্বারস্থ হন এষা। পুলিশ জানতে পারে, এষার টাকা ঢুকেছে মোজ্জামেল ও হর্ষের অ্যাকাউন্টে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement