বাইক পাচার চক্রের চাঁই গ্রেফতার

আন্তর্জাতিক মোটরসাইকেল পাচার চক্রের এক পাণ্ডাকে সম্প্রতি গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, আজিজুল মোল্লা নামে ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশে। তাকে বিরাটির যশোহর রোড এলাকা থেকে ধরা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০০:৩৩
Share:

আন্তর্জাতিক মোটরসাইকেল পাচার চক্রের এক পাণ্ডাকে সম্প্রতি গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, আজিজুল মোল্লা নামে ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশে। তাকে বিরাটির যশোহর রোড এলাকা থেকে ধরা হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগে রাতে টহলদারির সময়ে মোটরসাইকেল আরোহী আজিজুলের তল্লাশি করে এয়ারপোর্ট থানার পুলিশ। কিন্তু তার কাছে মোটরসাইকেলের বৈধ কাগজ ছিল না। পরে জানা যায়, বাংলাদেশের বাসিন্দা আজিজুল সীমান্ত পেরিয়ে এসেছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আজিজুল স্বীকার করে, চোরাই মোটরসাইকেল বাংলাদেশে পাচার করে সে। অনুপ্রবেশ আইন-সহ চুরির অভিযোগে ধরা হয় তাকে। তদন্তে পুলিশ জেনেছে, সাদ্দাম আলি নামে বিরাটির এক বাসিন্দার সঙ্গে এই কাজ করত আজিজুল। সাদ্দামকেও ধরে পুলিশ। ধৃতদের জেরা করে এয়ারপোর্ট থানার আইসি প্রসেনজিত্‌ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পেট্রাপোল সীমান্ত এলাকার একাধিক গ্যারাজে দিন পাঁচ ধরে তল্লাশি চালায় পুলিশ। আগেও বাগুইআটি এলাকা থেকে বাইক পাচারকারীদের ধরেছে পুলিশ। তাদের সঙ্গে আজিজুল-বাহিনীর যোগ আছে কিনা দেখছে পুলিশ।

পুলিশ জেনেছে, সাদ্দামের থেকে চোরাই বাইক কিনে ঘোলার একটি গ্যারাজে দিনে এক হাজার টাকা ভাড়ায় রাখা হত। সেখান থেকে ১২টি বাইক মিলেছে। গ্যারাজকর্মীদের জিজ্ঞাসাবাদে পুলিশ জেনেছে, সেখানে বাইকের ইঞ্জিন খুলে তা কাঁটাতারের বেড়া টপকে পাচার করা হত। বাংলাদেশে ভুটিভুটি তৈরিতে সেগুলি ব্যবহার করা হত বলে জেনেছে পুলিশ। পুলিশের দাবি আজিজুল জানান, ২০-২৫ হাজার টাকায় একেকটি ইঞ্জিন বাংলাদেশে বিক্রি হত। মোটরসাইকেল পাচারের জড়িত থাকার অভিযোগে সীমান্ত এলাকার তিন গ্যারাজ মালিককে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement