Fake Call Center

Fake Call Center: আমেরিকানদের প্রতারণা কলকাতায় বসেই! রিজেন্ট পার্কে হদিশ মিলল ভুয়ো কল সেন্টারের

কলকাতায় ফের ভুয়ো কল সেন্টারের সন্ধান পাওয়া গেল। রিজেন্ট পার্ক এলাকা থেকে মূল অভিযুক্ত-সহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০২২ ১১:৫৪
Share:

ভুয়ো কল সেন্টার খোলার অভিযোগে গ্রেফতার।

খাস কলকাতায় ফের ভুয়ো কল সেন্টারের হদিশ মিলল। রিজেন্ট পার্ক এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করল পুলিশ। ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগ পাওয়ার পরই ওই এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ভুয়ো কল সেন্টার খুলে বিদেশিদের টার্গেট করা হত। মূলত আমেরিকাবাসীদের প্রতারণা করা হত। রিজেন্ট পার্কের গণেশ ভবনে তল্লাশি চালায় পুলিশ। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত বিজয় সাউ নামে এক যুবককে। সেই সঙ্গে আরও ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

ধৃতদের থেকে ১২টি হার্ড ডিস্ক, ১২টি মোবাইল ফোন ও দু’টি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। ভুয়ো কল সেন্টারটি সিল করেছে পুলিশ। রিজেন্ট পার্কে ওই এলাকায় একটি ফ্ল্যাটের মধ্যে ভুয়ো কল সেন্টার খোলা হয়েছিল। এর আগেও কলকাতার বিভিন্ন এলাকায় ভুয়ো কল সেন্টার প্রতারণাচক্রের হদিশ মিলেছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement