ফাইল চিত্র
এটিএমে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল দমকল আর পুলিশ। এসেছিলেন ব্যাঙ্কের আধিকারিকেরাও। কিন্তু আগুন নেভার পরে তাঁরা এটিএম যন্ত্র পরীক্ষা করতে গিয়ে দেখেন, ১৩ লক্ষ টাকা চুরি গিয়েছে। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে তিলজলা থানা এলাকার সি এন রায় রোডে।
পুলিশ সূত্রের খবর, ওই এটিএম একটি বেসরকারি ব্যাঙ্কের। প্রাথমিক ভাবে ব্যাঙ্কের আধিকারিকদের কাছ থেকে টাকা চুরির কথা জানার পরেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে দেখা গিয়েছে, এটিএমের ভল্ট কেটেই টাকা চুরি করা হয়েছে। পুলিশের অনুমান, গ্যাস কাটার ব্যবহার করতে গিয়েই সম্ভবত আগুন লেগে যায় এটিএমে। তার পরেই দুষ্কৃতীরা পালায়। ওই এটিএমে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তদন্তকারীরা এটিএমের পাশাপাশি এলাকার সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছেন।
এটিএমের লুটের ঘটনা নিয়ে আগে থেকেই সতর্ক করেছিল লালবাজার। এ দিনের পরে ফের লালবাজারের শীর্ষ কর্তারা ডিসি ও থানার ওসিদের এলাকার নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছেন।