শহরের চারটি থানা এলাকায় ফানুস নিষিদ্ধ হল।—নিজস্ব চিত্র।
শহরের চারটি থানা এলাকায় ফানুস ওড়ানো নিষিদ্ধ করল পুলিশ। দীপাবলির সময় আকাশে ওড়া ওই ফানুস বিমান ওঠা-নামায় ব্যাপক বিঘ্ন ঘটায় বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ সম্প্রতি বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করে বিমান ওঠা-নামা নিয়ে এই সমস্যার কথা জানান। তার পরেই পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংহ শনিবার নির্দেশ জারি করেন যে, বিধাননগর সিটি পুলিশ এলাকার চারটি থানা— নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর থানা, এয়ারপোর্ট থানা, বাগুইআটি এবং নারায়ণপুর থানা এলাকায় ফানুস ওড়ানো যাবে না। এই চারটি থানা এলাকাই বিমানবন্দরকে ঘিরে রয়েছে।
বিমানবন্দর সূত্রে খবর, ওই এলাকা দিয়ে বিমান খুব নিচু দিয়ে ওড়ে। কলকাতা বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের এক আধিকারিক বলেন, “এর আগেও বিভিন্ন সময়ে ফানুস নিয়ে অভিযোগ জানিয়েছেন দেশ-বিদেশের পাইলটরা। ফানুসের সঙ্গে বিমানের সংঘর্ষ বড়সড় বিপর্যয় ডেকে আনতে পারে। পাশাপাশি, ফানুসের আলো পাইলটদের বিভ্রান্তও করে।”
আরও পড়ুন: এ বার ইয়াবা-র থাবা কলকাতাতেও, দেড় লাখ টাকার মাদক-সহ ধৃত ১
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই সমস্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। সেই সঙ্গে দীপাবলী এবং কালীপুজোর সময় বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে যে লেজার আলো ব্যবহার করা হয়, তা-ও নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ফানুসের মতো একই সমস্যা তৈরি করে ওই লেজার আলো। আকাশে অনেক উঁচু পর্যন্ত পৌঁছয় ওই আলো। বিমানচালক বিভ্রান্ত হন ওই আলো দেখে। বিধাননগর পুলিশের ডিসি সদর অমিত পি জাভালগি বলেন, ‘‘এই নির্দেশ ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত কার্যকর থাকবে।’’
অন্য দিকে, কলকাতা পুলিশের কমিশনারও শুক্রবার ক্রাইম কনফারেন্সে, কলকাতা পুলিশের আধিকারিকদের ফানুস সম্পর্কে মানুষকে সতর্ক করতে বলেন। কারণ, অসতর্ক ভাবে ফানুস ওড়ালে অগ্নিকাণ্ডের সম্ভাবনা থাকে।