অর্থ সাহায্য চাইতে এসে পাকড়াও দুই যুবক

স্বেচ্ছাসেবী সংস্থার নাম করে পাচার হওয়া কিশোর-কিশোরী, বালক-বালিকাদের পাশে দাঁড়ানোর জন্য সাহায্য চাইতে গিয়েছিলেন দুই যুবক। কিন্তু কথাবার্তায় সন্দেহ হওয়ায় তাঁদের পুলিশের হাতে তুলে দিলেন এক বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৬ ০০:০০
Share:

স্বেচ্ছাসেবী সংস্থার নাম করে পাচার হওয়া কিশোর-কিশোরী, বালক-বালিকাদের পাশে দাঁড়ানোর জন্য সাহায্য চাইতে গিয়েছিলেন দুই যুবক। কিন্তু কথাবার্তায় সন্দেহ হওয়ায় তাঁদের পুলিশের হাতে তুলে দিলেন এক বাসিন্দা।

Advertisement

বৃহস্পতিবার, সল্টলেকের বি ই ব্লকে। ধৃতদের নাম নন্দিত সাক্সেনা ও জয়কুমার দাস। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতির জন্য নকল নথি পেশ, ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় অভিযোগ হয়েছে। আদালতে তাঁদের তিন দিনের পুলিশি হেফাজত হয়।

পুলিশ জানায়, এ দিন ধৃতদের কথা শুনে সন্দেহ হয় বি ই ব্লকের বাড়ির সদস্যদের। ওই বাড়ির বাসিন্দা শৌভিক চক্রবর্তী জানান, কয়েক মাস আগে এক মহিলা একই সংস্থার নাম করে সাহায্য চেয়েছিলেন। তাঁরা টাকা দিতে রাজি হন। কিন্তু সেই মহিলা বার বার চেকের মাধ্যমে টাকা দিতে চাপ দিয়েছিলেন। সন্দেহ হওয়ায় সংস্থাটি নিয়ে খোঁজ নেন শৌভিক। তাঁর দাবি, ওই সংস্থার ভূমিকাও সন্দেহজনক।

Advertisement

এ দিন একই সংস্থার নাম বলায় ওই দুই যুবককে ঘিরে সন্দেহ হয় তাঁদের। থানায় জানালে পুলিশ ওই দুই যুবককে আটক করে। জেরায় নন্দিত ও জয়কুমারের বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় তাঁদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, এর আগেও ধৃতেরা ওই সংস্থার নামে টাকা তুলেছিল।

সল্টলেকের বাসিন্দাদের একাংশের কথায়, প্রতি দিনই বিভিন্ন ব্লকে এমন অসংখ্য স্বেচ্ছাসেবী সংস্থার নাম করে অর্থ সাহায্যের জন্য বিভিন্ন প্রতিনিধি যান। নানা নথিও দেখান। কিন্তু তা কতটা ঠিক বা ভুল, তা সাধারণত কেউ পরীক্ষা করেন না। সল্টলেকের বহু বাড়িতেই প্রবীণ নাগরিকেরা একা থাকেন। সেই সুযোগটাই দুষ্কৃতীরা কাজে লাগাতে চাইছে।

বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান সন্তোষ পাণ্ডে জানান, ধৃতদের বিরুদ্ধে আরও প্রতারণার খবর মিলছে। অভিযোগকারী শৌভিক ওই সংস্থাটির ভূমিকা নিয়েও অভিযোগ জানিয়েছেন। পুলিশ জানায়, সংস্থাটির ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement