প্রতীকী ছবি।
সিনেমা দেখার পরে গভীর রাতে শপিং মল থেকে বেরিয়ে অ্যাপ-ক্যাবের জন্য দাঁড়িয়ে ছিলেন দুই তরুণী। অভিযোগ, সে সময়েই গাড়িতে করে দুই যুবক সেখানে এসে তাঁদের গালিগালাজ ও কটূক্তি করেন। উপায় না দেখে ১০০ নম্বরে ফোন করে পুলিশের সাহায্য চান ওই তরুণীরা। বৃহস্পতিবার রাতে প্রিন্স আনোয়ার শাহ রোডের ওই ঘটনায় পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের নাম বিশাল সাউ ও রাজা দত্ত। তবে তাঁরা ওই দুই তরুণীর পূর্ব পরিচিত বলেই জেনেছে পুলিশ। এই ঘটনায় থানায় মৌখিক অভিযোগ করলেও লিখিত অভিযোগ করেননি ওই দুই তরুণী। ফলে থানা থেকেই শুক্রবার জামিন পেয়ে যান অভিযুক্ত দু’জন। ডিসি (সাউথ-ইস্ট) অজয়প্রসাদ জানিয়েছেন, লিখিত অভিযোগ না হলেও মাঝরাতে হেনস্থার এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে পুলিশ।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাত সওয়া ২টো নাগাদ। পুলিশ সূত্রের খবর, দক্ষিণ কলকাতার একটি শপিং মল থেকে তখন সিনেমা দেখে বেরিয়ে অ্যাপ-ক্যাবের অপেক্ষা করছিলেন টালিগঞ্জের বাসিন্দা দুই তরুণী। অভিযোগ, সে সময়ে গাড়িতে দুই যুবক সেখানে এসে কটূক্তি করেন এবং গাড়িতে করে এগিয়ে যান। পরে গাড়িটি আবার ফিরে আসে। ফের গালিগালাজ শুরু করেন অভিযুক্তেরা। বছর সাতাশ-আঠাশের ওই দুই তরুণী পুলিশকে জানিয়েছেন, এর মধ্যে তাঁরা অ্যাপ-ক্যাবে উঠে পড়েন। কিন্তু তখনও আশেপাশে দাঁড়িয়ে ছিল অভিযুক্তদের গাড়িটি। তখন পুলিশের সাহায্য চান তাঁরা।
সম্প্রতি রাতের শহরে একদল যুবকের হাতে হেনস্থার শিকার হলেও পুলিশি অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন প্রাক্তন মিস ইন্ডিয়া-ইউনিভার্স ঊষসী সেনগুপ্ত। দিনেদুপুরে শহরের রাস্তায় জাতীয় স্তরের এক মহিলা বক্সার হেনস্থার শিকার হলেও ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশকর্মীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। কিন্তু ওই রাতে দুই তরুণীর ফোন পেয়ে যাদবপুর থানায় খবর পাঠায় লালবাজার কন্ট্রোল। তরুণীদের থেকে অভিযুক্তদের গাড়ির বর্ণনা জেনে নিয়ে এর পরে তাঁদের খোঁজ শুরু করে যাদবপুর থানার পুলিশ।
রাত আড়াইটে নাগাদ পুলিশ এম আর বাঙুর হাসপাতালের সামনে গাড়ি-সহ ওই দুই যুবককে হাতেনাতে পাকড়াও করে। ডেকে পাঠানো হয় দুই তরুণীকে। সেখানে তাঁদের দেখে ফের এক প্রস্ত চিৎকার করতে থাকেন অভিযুক্তেরা। পুলিশ জানায়, অত রাতে হাসপাতালের সামনে দুই যুবকের চিৎকারে গোলমাল শুরু হয়। তখন পুলিশ চার জনকেই থানায় নিয়ে যায়।
পুলিশের এক কর্তা জানিয়েছেন, ঘটনাস্থল যে হেতু প্রিন্স আনোয়ার শাহ রোডের শপিং মলের সামনে, তাই প্রথমে চার জনকে লেক থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু লিখিত অভিযোগ দায়ের করতে চাননি দুই তরুণী।