শিশু-সহ বাড়িতে ঢুকে চুরি, ধৃত দুই অন্তঃসত্ত্বা তরুণী

রান্নাঘরে কাজ করা সময়ে পরিচারিকা একটি আওয়াজ শুনে বেরিয়ে দেখেন, গ্রিলের গেট দিয়ে এক শিশু-সহ দুই তরুণী বেরিয়ে যাচ্ছে। দুই তরুণীই অন্তঃসত্ত্বা এবং তাঁদের পোশাক যাযাবরদের মতো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৯ ০১:২৯
Share:

উদ্ধার হওয়া সোনার গয়না। —নিজস্ব চিত্র।

দুই অন্তঃসত্ত্বা মহিলা। সঙ্গে একটি শিশু। আপাত নিরীহ এই দুই মহিলাই শিশু নিয়ে বাড়িতে ঢুকে চুরি করার অভিযোগে ধরা পড়ল। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ইন্দ্রাবতী দাস (২৩) এবং রূপা দাস (২০)।

Advertisement

পুলিশ সূত্রের খবর, পাটুলির ঘোষপাড়ার বাসিন্দা পূজা কুন্ডু নামে এক তরুণী গত ২৪ জুলাই পাটুলি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাতে তিনি জানান, ওই দিন দুপুরে বাইরের গ্রিলের গেটে তালা দিয়ে চাবিটি ঘরের একটি জানলার পাশে টেবিলের উপরে রেখে কাজ করছিলেন তাঁর পরিচারিকা। রান্নাঘরে কাজ করা সময়ে পরিচারিকা একটি আওয়াজ শুনে বেরিয়ে দেখেন, গ্রিলের গেট দিয়ে এক শিশু-সহ দুই তরুণী বেরিয়ে যাচ্ছে। দুই তরুণীই অন্তঃসত্ত্বা এবং তাঁদের পোশাক যাযাবরদের মতো।

পরিচারিকা বিষয়টি পূজাকে জানান। পূজা দেখেন, তাঁর ঘরের টেবিলে রাখা সোনার কানের দুল, আংটি এবং টাকা নেই। ওই দিনই পূজা পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন। পাটুলি থানার পুলিশ তদন্তে নেমে প্রাথমিক ভাবে অনুমান করে, ওই তরুণীরা সম্ভবত শহরের বুকে ঘুরে বেড়ানো যাযাবর দলের সদস্য। পুলিশ এর পরেই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে জানতে পারে, ওই দুই তরুণী পায়ে হেঁটেই এলাকা ছেড়েছে। তবে তদন্তকারী অফিসারদের ওই পরিচারিকা জানান, দুই তরুণীই অন্তঃসত্ত্বা ছিল। ফলে পায়ে হেঁটে বেশি দূর যাওয়া সম্ভব নয়।

Advertisement

এর পরে ওই দু’জনের খোঁজে এলাকার আশপাশের বাসস্টপ এবং রেলওয়ে স্টেশনগুলিতে পুলিশ যায়। বাঘা যতীন স্টেশনে গিয়ে তদন্তকারীরা পরিচারিকার বর্ণনা অনুযায়ী শিশু-সহ দুই তরুণীর খোঁজ পান। তাদের থানায় নিয়ে এসে জেরা করলে জানা যায়, জানলা দিয়ে টেবিলে রাখা চাবি হাতিয়ে তারা গ্রিলের গেট খুলে বাড়িতে ঢুকেছিল। উদ্ধার হয় চুরি যাওয়া সোনার কানের দুল, তিনটি সোনার আংটি-সহ চুরি যাওয়া টাকাও।

তদন্তকারী এক অফিসার জানিয়েছেন, এই দুই তরুণী শিশু-সহ শিয়ালদহ স্টেশনে থাকে। সেখান থেকে ট্রেন কিংবা বাস ধরে এরা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। কোথাও বাড়ি খোলা পেলে সুবিধা বুঝে তারা ভিতরে ঢুকে চুরি করে পালায়। এর আগে এ ভাবেই কালীঘাট থানা এলাকায় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়নদেবের ঘর থেকে চুরি করে ধরা পড়েছিল শিয়ালদহ স্টেশনে বসবাসকারী দুই মহিলা। একই ভাবে ফুলবাগানে একটি বাড়িতে চুরি করতে ঢুকে হাতেনাতে ধরা পড়ে এ রকমই একটি দলের দুই তরুণী। পুলিশ জানিয়েছে, চন্দ্রা দাস এবং সুজাতা দে নামে ওই দু’জনও শিয়ালদহ স্টেশনে বসবাস করে। ওই দিন তারা ৭৩ বছরের এক বৃদ্ধের বাড়িতে চুরি করতে ঢোকে। তিনি বুঝতে পেরে বাইরে থেকে দরজা বন্ধ করে পুলিশে খবর দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement