চুরিতে গ্রেফতার বাংলাদেশি যুবক

শিয়ালদহ থেকে চুরিতে গ্রেফতার বাংলাদেশি যুবক শিয়ালদহ থেকে চুরিতে গ্রেফতার বাংলাদেশি যুবক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৮ ০১:২৬
Share:

প্রতীকী চিত্র।

সন্ধ্যার শিয়ালদহ স্টেশন। অফিস ফেরত যাত্রীদের ট্রেন ধরার ভিড়। তার মাঝেই প্ল্যাটফর্মে এক যুবকের আচরণ দেখে সন্দেহ হয় টহলদারি পুলিশের। ভিড়ের মধ্যেই ধাওয়া করে প্ল্যাটফর্মের শেষ প্রান্ত থেকে তাঁরা আটক করেন ওই যুবককে। কথায় অসঙ্গতি মেলায় থানায় নিয়ে গিয়ে চলে জিজ্ঞাসাবাদ। পরে চুরির অভিযোগে শুক্রবার তাকে গ্রেফতার করে শিয়ালদহ রেল পুলিশ।

Advertisement

ধৃতের নাম মিরাজ শেখ। সে বাংলাদেশের পিরোজপুর জেলার বাসিন্দা। পুলিশ জানায়, ধৃত বৈধ ভাবে কলকাতায় প্রবেশ করেছে। তার কাছে উদ্ধার হওয়া পাসপোর্টে দেখা গিয়েছে, সে গত মাসের ২৬ তারিখ এ দেশে ঢুকেছিল। পুলিশের অনুমান, শিয়ালদহ স্টেশন চত্বরে বেশ কয়েকটি মোবাইল, ল্যাপটপ চুরির ঘটনায় সে জড়িত। তার কাছে মিলেছে দু’টি মোবাইল। রেল পুলিশের এক কর্তা বলেন, ‘‘শুক্রবার টহলদারি করার সময় আরপিএফ-এর নজরে আসে মিরাজের অস্বাভাবিক আচরণ। কাছে যাওয়ার চেষ্টা করতেই সে পালানোর চেষ্টা করে।’’

বাংলাদেশি নাগরিকদের ভারতে অনুপ্রবেশ করে দুষ্কর্মে জড়ানো নতুন ঘটনা নয়। মাস কয়েক আগেই সার্ভে পার্ক থেকে ধরা হয়েছিল বাংলাদেশি দুষ্কৃতীদের একটি দলকে। যারা স্থানীয় কয়েক জন চোরের সাহায্যে দক্ষিণ শহরতলির বিস্তীর্ণ এলাকায় চুরির সক্রিয় দল গড়ে তুলেছিল। তার আগে নিউ মার্কেট এলাকায় একটি ব্যাঙ্কের ভল্টে চুরির ঘটনায় ধরা পড়েছিল এক বাংলাদেশি দুষ্কৃতী।

Advertisement

জেরায় পুলিশ জেনেছে, মিরাজ হরিদাসপুর চেক পোস্ট দিয়ে এ দেশে প্রবেশের পরে বনগাঁয় থাকতে শুরু করে। মিরাজ ট্রেনে চেপে শিয়ালদহে আসত। সুযোগ পেলে চলন্ত ট্রেন বা স্টেশনেই যাত্রীদের মোবাইল-ল্যাপটপ চুরি করে ফিরে যেত। মিরাজ জানিয়েছে, গত বছরও সে এ দেশে এসেছিল একই ভাবে। তবে সেই সময়ে সঙ্গে ছিল অন্য একটি দুষ্কৃতী দল। তাদের সঙ্গে থেকে সে কলকাতা-সহ বিভিন্ন এলাকায় ওই দুষ্কর্ম শিখেছিল। তার দাবি, এ বার সে একাই এসেছে। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতকে হেফজাতে নিয়ে ওই হোটেলে তল্লাশি করা হবে। তাকে জেরা করে চক্রের বাকিদের খোঁজ চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement