প্রতীকী ছবি।
অবশেষে আলিপুরের বিশেষ পকসো আদালতে মামলার শুনানি চালু হতে পারে বলে মনে করছেন আইনজীবীদের একটি বড় অংশ।
বিচারক ও আইনজীবীদের অভিযোগ এবং পাল্টা অভিযোগের জেরে মাসখানেক ধরে অচলাবস্থা চলছে ওই বিশেষ আদালতে। আইনজীবী ও বিচারকদের উপস্থিতিতে জেলা বিচারকের তরফে বেশ কয়েক বার বৈঠক ডাকা হলেও সমস্যার সমাধান হয়নি। বিবদমান দু’পক্ষের তরফেই হাইকোর্টের পর্যবেক্ষণ দাবি করা হয়েছিল। সেই মতো আলিপুর জেলা বিচারক ও বিশেষ আদালতের বিচারকের সঙ্গে হাইকোর্টের বিচারপতিরা বৈঠক করেন।
আলিপুর আদালত সূত্রে জানা গিয়েছে, বিচারপতিদের সঙ্গে বৈঠকের ভিত্তিতে সোমবার আলিপুরের জেলা বিচারক আইনজীবীদের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকে দু’পক্ষের অভিযোগ ও পাল্টা অভিযোগ প্রত্যাহার করে আদালত চালু করার একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুর আদালতের আইনজীবী তথা রাজ্য বার কাউন্সিলের দুই সদস্য, বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং ইন্দ্রনীল রায়। এ ছাড়া, আলিপুর বার অ্যাসোসিয়েশনের সদস্যেরাও ছিলেন ওই বৈঠকে।
আলিপুর আদালত সূত্রে জানা গিয়েছে, বিচারক দুর্ব্যবহার করছেন বলে অভিযোগ তুলে শুনানি বয়কট করেছিলেন আইনজীবীরা। বিশেষ আদালতের বিচারক পাল্টা অভিযোগ করে জানিয়েছিলেন, করোনা-বিধি অমান্য করা হচ্ছিল বলে আইনজীবীদের সতর্ক করেছিলেন তিনি। সেই সতর্কবার্তাকেই দুর্ব্যবহার বলা হচ্ছে। এর পরেই বিচারক ও আইনজীবীদের দ্বন্দ্বে মাসখানেক আলিপুরের কসো আদালতের শুনানি প্রক্রিয়া বন্ধ ছিল।
আলিপুর আদালত সূত্রে জানা গিয়েছে, অতীতের সমস্ত অভিযোগ ভুলে আদালত চালু করার বিষয়ে উদ্যোগী হওয়া প্রয়োজন বলে এ দিনের বৈঠকে আবেদন জানান জেলা বিচারক। এর পরেই দু’পক্ষ সম্মত হয়েছে বলে সূত্রের খবর। কয়েক দিনের মধ্যেই বিশেষ আদালতে শুনানি প্রক্রিয়া চালু হবে বলে আশা প্রকাশ করেছেন বৈঠকে উপস্থিত আইনজীবী ইন্দ্রনীল রায়। তিনি বলেন, ‘‘সমস্যার সমাধানসূত্র বেরিয়েছে বলেই মনে হচ্ছে। কয়েক দিনের মধ্যেই আদালত চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।’’