রোগী-মৃত্যু, গাফিলতির অভিযোগে ভাঙচুর হাসপাতাল

ওই বেসরকারি হাসপাতালের এক কর্তা বলেন, ‘‘চিকিৎসায় কোনও গাফিলতি ছিল না। তবুও মৃতের পরিবারের প্রতি সহানুভূতি দেখিয়ে হাসপাতাল জানিয়েছিল পরিবারের এক জনের চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু ওঁরা রাজি হননি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৮ ০১:৪৮
Share:

গোলমালের পরে হাসপাতালের সামনে পুলিশি প্রহরা। —নিজস্ব চিত্র ।

রোগী-মৃত্যুর জেরে ফের হাসপাতাল ভাঙচুরের অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালের ঘটনা।

Advertisement

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ১২ জানুয়ারি দুর্গাপুর কলোনির বাসিন্দা কৃষ্ণ দাস (৪০) নামে এক ব্যক্তি একাধিক শারীরিক সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন। ২৪ তারিখ রাতে তাঁর মৃত্যু হয়। এর পরেই তাঁর পরিজনেরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ক্ষতিপূরণের দাবি জানান। এ দিন দুপুরে স্থানীয় কয়েকজন বাসিন্দা হাসপাতালে গিয়ে দাবি করেন, ক্ষতিপূরণ বাবদ নগদ ২৫ লক্ষ টাকা মৃতের পরিজনেদের দিতে হবে। এই দাবি মানেননি হাসপাতাল কর্তৃপক্ষ। ওই বেসরকারি হাসপাতালের এক কর্তা বলেন, ‘‘চিকিৎসায় কোনও গাফিলতি ছিল না। তবুও মৃতের পরিবারের প্রতি সহানুভূতি দেখিয়ে হাসপাতাল জানিয়েছিল পরিবারের এক জনের চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু ওঁরা রাজি হননি।’’

অভিযোগ, এর পরেই প্রায় চল্লিশ জন যুবক হামলা চালায় হাসপাতালে। হাসপাতাল কর্মীদেরও হুমকি দেওয়া হয়। এমনকী চিকিৎসকদেরও শাসানো হয়। অভিযোগ, কোনও ভাবেই তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে রাজি হননি। ওই হাসপাতালের কাচের মূল ফটকের একাংশ ইট, পাথর ছুড়ে ভেঙে দেওয়া হয়। নিউ আলিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ঘটনায় হাসপাতালের তরফে মৃতের পরিজনেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি। তবে ভাঙচুরের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement