Passport Verification

নথি সংগ্রহ থেকে যাচাই, সব দায়িত্ব পাসপোর্ট অফিসারকেই

কোনও ভাবে অন্যথা হলে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে লালবাজার।

Advertisement

শিবাজী দে সরকার

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ০৬:১২
Share:

বার্তা পৌঁছে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের সব থানার পাসপোর্ট অফিসারদের কাছে। —প্রতীকী চিত্র।

পাসপোর্ট অফিসারকে সশরীরে যেতে হবে আবেদনকারীর কাছে। এমনকি, পাসপোর্টের জন্য জমা দেওয়া নথি যাচাইয়ের কাজও করতে হবে তাঁকেই। কোনও ভাবে এর অন্যথা হলে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে
লালবাজার। ইতিমধ্যেই এই মর্মে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের সব থানার পাসপোর্ট অফিসারদের কাছে।

Advertisement

কেন এমন সিদ্ধান্ত? সূত্রের খবর, পাসপোর্ট জালিয়াতির তদন্তে নেমে গোয়েন্দারা জানতে
পেরেছেন, পাসপোর্টের নথি যাচাইয়ের ক্ষেত্রে গাফিলতি রয়েছে থানায় এই কাজের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের একাংশের। তদন্তে উঠে এসেছে, একাধিক ক্ষেত্রে পাসপোর্ট অফিসার নিজে আবেদনকারীর বাড়িতে না গিয়ে হোমগার্ড অথবা সিভিক ভলান্টিয়ারকে পাঠিয়েছেন নথি সংগ্রহ করার জন্য। এমনকি, সেই নথি যাচাইও করেছেন ওই হোমগার্ড বা সিভিক ভলান্টিয়ার। এক পুলিশ অফিসার জানান, এর সুযোগ নিয়ে কলকাতা পুলিশের একটি থানায় ভুয়ো নথি জমা দিয়ে পাসপোর্ট তৈরি করেছিল ভুয়ো পাসপোর্ট চক্রের সদস্যেরা। এমন প্রবণতা বন্ধ করতেই পাসপোর্ট অফিসারকে তাঁর দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভুয়ো পাসপোর্টের তদন্তে ইতিমধ্যেই কড়া অবস্থান নিয়েছে লালবাজার। চক্রের
সদস্যদের সঙ্গে যোগাযোগ রেখে ঠিক ভাবে নথি যাচাই না করার অভিযোগে এক প্রাক্তন পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয়েছে। কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠায় ক্লোজ় করা হয়েছে সিকিয়োরিটি কন্ট্রোল অর্গানাইজ়েশন (এসসিও)-এর এক কনস্টেবলকে। পাশাপাশি, তদন্ত শুরু হয়েছে আরও তিন পুলিশকর্মীর বিরুদ্ধে।

Advertisement

পুলিশ জানিয়েছে, লালবাজারের তরফে দু’টি ডিভিশনে পাসপোর্টের জন্য একটি নির্দিষ্ট অ্যাপ চালু করা হয়েছে। তাতে যুক্ত করা হয়েছে আবেদনকারীকে। যাতে তিনি নিয়মিত ভিত্তিতে তাঁর পাসপোর্টের প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে অথবা তিনি কী কী নথি জমা
দিয়েছেন, তা দেখতে পান। ওই অ্যাপের মাধ্যমে আবেদনকারীর নথি দেখতে পাবেন পুলিশের উচ্চপদস্থ কর্তারাও। বাকি ডিভিশনে ওই অ্যাপ শীঘ্রই চালু হবে বলে সূত্রের খবর।

এ ছাড়া, পাসপোর্টের জন্য জমা দেওয়া নথি ঠিক কিনা যাচাই করতে সেগুলি ইতিমধ্যেই
সংশ্লিষ্ট নথি প্রদানকারী কর্তৃপক্ষের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশকর্তারা মনে করছেন, এর ফলে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি করা আটকানো যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement