Accident

শিক্ষা নিল না কলকাতা, পাদানিতে দাঁড়িয়ে বাসযাত্রায় এ বার মাথায় চোট যাত্রীর, বাদ যেতে পারে কান

দু’টি বাসের রেষারেষির সময় মাথায় গুরুতর চোট পান নারায়ণ মালিক। তাঁর কানে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৯ ১৩:৫৬
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ফের বাসে ঝুঁকির যাত্রা! ভিড় বাসের পাদানিতে ঝুলন্ত অবস্থায় যেতে গিয়ে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলেন এক যাত্রী। শুক্রবার সকাল ৮টা নাগাদ টালিগঞ্জ ট্রাম ডিপোর কাছে ঘটনাটি ঘটেছে। দু’টি বাসের রেষারেষির সময় মাথায় গুরুতর চোট পান নারায়ণ মালিক। তাঁর কানে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে।

Advertisement

কিছু দিন আগে হরিদেবপুর থানা এলাকার করুণাময়ীর কাছে ঠিক একই রকম ভাবে পাদানিতে দাঁড়িয়ে যেতে গিয়ে দুর্ঘটনা ঘটে। উৎপল কর্মকার নামে ওই যাত্রীর কনুইয়ের নীচ থেকে বাদ যায়। শুক্রবারের ঘটনায় নারায়ণবাবুর কান বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই জানা গিয়েছে এসএসকেএম হাসপাতাল সূত্রে।

পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে টালিগঞ্জ ট্রাম্প ডিপোর সামনে পৈলান থেকে হাওড়়াগামী ১২সি/১বি রুটের একটি বেসরকারি বাস দ্রুতগতিতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই বাসটি অন্য একটি বাসকে ওভারটেক করে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় ওই যাত্রী পাদানিতে দাঁড়িয়ে ছিলেন। তখনই দু’টি বাসের মধ্যে ধাক্কা লাগায় গুরুতর আঘাত পান নারায়ণ মালিক। তাঁকে সঙ্গে সঙ্গেই ওই জায়গায় কর্তব্যরত পুলিশ কর্মীরা এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসার পর তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Advertisement

আরও পড়ুন: খিদিরপুরে বন্ধ ঘর থেকে উদ্ধার তিন ভাইবোনের দেহ, কী ভাবে মৃত্যু, রহস্য

আরও পড়ুন: ঠাকুরপুকুর, হরিদেবপুরে সকালে বহুতল থেকে ঝাঁপ!

করুণাময়ীর দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এ বার নারায়ণ মালিককে আর এমআর বাঙুর হাসপাতালে রাখা হয়নি। কারণ, করুণাময়ীতে দুর্ঘটনার পর পরিকাঠামো না থাকা সত্ত্বেও কাটা হাত নিয়ে উৎপলবাবুকে ভর্তি করা হয়েছিল। পরে তাঁর আর হাত জোড়া লাগানো যায়নি। এ দিনের ঘটনায় মাথা এবং কানে যে হেতু গুরুতর চোট লেগেছে, তাঁকে প্রাথমিক চিকিৎসার পর এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement