ফের বেহালায় পুড়ল পার্টি অফিস

বেহালায় ফের রাজনৈতিক দলের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে রবিবার, বেহালার ১২১ নম্বর ওয়ার্ডে চড়কতলা মোড়ে। গত ২৪ মে রাতে বেহালারই সেনহাটিতে পুড়ে ছাই হয়েছিল সিপিএমের একটি কার্যালয়। পুলিশ জানায়, রবিবার রাতে চড়কতলায় সিপিএমের ওই কার্যালয়ে আগুন জ্বলতে দেখা যায়। পাশেই ছিল একটি চায়ের দোকান। আগুন ছড়ায় সেখানেও। এলাকাবাসীরা জানান, আগুনের তাপে দোকানে থাকা একটি গ্যাস সিলিন্ডার ফেটে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০১৬ ০৩:৩৯
Share:

বেহালায় ফের রাজনৈতিক দলের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে রবিবার, বেহালার ১২১ নম্বর ওয়ার্ডে চড়কতলা মোড়ে। গত ২৪ মে রাতে বেহালারই সেনহাটিতে পুড়ে ছাই হয়েছিল সিপিএমের একটি কার্যালয়।

Advertisement

পুলিশ জানায়, রবিবার রাতে চড়কতলায় সিপিএমের ওই কার্যালয়ে আগুন জ্বলতে দেখা যায়। পাশেই ছিল একটি চায়ের দোকান। আগুন ছড়ায় সেখানেও। এলাকাবাসীরা জানান, আগুনের তাপে দোকানে থাকা একটি গ্যাস সিলিন্ডার ফেটে যায়। এতে আগুনের তীব্রতা আরও বাড়ে। দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে এক ঘণ্টায় আগুন নেভায়।

সিপিএমের বেহালা পূর্ব আঞ্চলিক কমিটির সম্পাদক গোপাল বারিকের অভিযোগ, এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত। কলকাতা পুরসভার ১৩ নম্বর বরোর চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সুশান্ত ঘোষ অবশ্য ওই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

Advertisement

অন্য দিকে, রবিবার ব্যারাকপুরে সিপিএম নেতা-কর্মীদের মারধরের ঘটনায় গ্রেফতার হয়েছে সাত জন। ওই ঘটনার প্রতিবাদে সোমবার মিছিল করে সিপিএম ও কংগ্রেস। অভিযোগ, ওই রাতে সিপিএম কর্মীরা দলীয় কার্যালয়ের তালা খুলতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের মারধর করে। মার খান ব্যারাকপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সিপিএমের বিজলী মিত্রও। ব্যারাকপুরের প্রাক্তন সিপিএম সাংসদ তড়িৎ তোপদার বলেন, ‘‘দুষ্কৃতীরা নিজেদের তৃণমূল বলে দাবি করল। আর দু’দিন আগেই দখল করা পার্টি অফিস খোলার বিষয়ে অগ্রণী হলেন তৃণমূল নেতারাই। অদ্ভুত দ্বিচারিতা।’’ ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান, তৃণমূলের উত্তম দাস বলেন, ‘‘নিন্দনীয় ঘটনা। আমাদের শান্তি অভিযানের উদ্যোগ যারা হেঁট করে দিল, তাদের কঠোর শাস্তি হবে। বিরোধীদের যাতে কোনও অসুবিধা না হয় আমরা দেখব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement