South Dum Dum

আংশিক লকডাউন বাড়ল দক্ষিণ দমদমে

গত সপ্তাহে দক্ষিণ দমদমের মতো লকডাউন করলেও এই সপ্তাহে আংশিক লকডাউন করছে না দমদম পুরসভা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২০ ০৫:৩২
Share:

প্রতীকী ছবি

আংশিক লকডাউন আরও সাত দিনের জন্য বাড়াল দক্ষিণ দমদম পুরসভা। সোমবার পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন পুর কর্তৃপক্ষ। ফলে আগামী শনিবার পর্যন্ত এলাকার দোকান-বাজার বেলা ১২টার পরে বন্ধ হয়ে যাবে। তার পর থেকেই পুর এলাকার সর্বত্র শুরু হবে লকডাউন।

Advertisement

তবে গত সপ্তাহে দক্ষিণ দমদমের মতো লকডাউন করলেও এই সপ্তাহে আংশিক লকডাউন করছে না দমদম পুরসভা। যে হেতু রাজ্য প্রশাসন সপ্তাহে দু’দিন লকডাউন করছে, সেই জন্য তারা এই সপ্তাহে লকডাউনের সিদ্ধান্ত নেয়নি। সপ্তাহ শেষে দুই পুরসভা ফের পর্যালোচনা করে লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। দমদম পুরসভায় এমনিতেও আক্রান্তের সংখ্যা কম।

দক্ষিণ দমদম পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য প্রবীর পাল দাবি করেছেন, এলাকায় আক্রান্তের সংখ্যা কমছে। তবে এই অবস্থায় লকডাউনেরই পক্ষে মত দেন তিনি। এ দিনের বৈঠকে পুলিশ-প্রশাসনের আধিকারিকেরাও উপস্থিত ছিলেন। বেলা ১২টা পর্যন্ত দোকান-বাজারের ভিড় কী ভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়েও বৈঠকে কথা হয়। এ ব্যাপারে পুলিশকে আরও বেশি করে সক্রিয় হতে অনুরোধ করেছেন পুর কর্তৃপক্ষ। মাস্ক ব্যবহার না করলে, দূরত্ব-বিধি না মানলে এবং বেলা ১২টার পরে দোকান খোলা রাখলে পুলিশ কড়া পদক্ষেপ করবে বলে জানানো হয়। গত সপ্তাহের মতো যশোর রোড এবং দমদম রোড ছাড়া অন্য রাস্তা বেলা ১২টার পরে বন্ধ করে দেওয়া হবে। জরুরি প্রয়োজন ছাড়া যানবাহন চলতে দেওয়া হবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement