বন্ধুর সঙ্গে দক্ষিণেশ্বরে বেড়াতে যাবেন বলে গত ২২ জানুয়ারি, রবিবার দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন পাইকপাড়ার রাজা মণীন্দ্র রোডের বাসিন্দা বছর তেইশের এক তরুণী। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় সন্দেহ হয় পরিজনদের। চিৎপুর থানায় নিখোঁজ ডায়েরিও করেন তাঁরা। এর দিন চারেক পরেই চুঁচুড়ায় একটি ডোবার ধার থেকে এক তরুণীর বিবস্ত্র দেহ উদ্ধার হয়। পাইকপাড়ার ওই তরুণীর পরিজনেরা বৃহস্পতিবার দেহটি শনাক্ত করেন। তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে চুঁচুড়া
থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর পরিজনেরা।
তরুণীর মায়ের অভিযোগ, বছর তিনেক আগে ফেসবুকে এক যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর মেয়ের। রবিবার দুপুরে তাঁর সঙ্গেই দক্ষিণেশ্বর বেড়াতে যাবে বলে বাড়ি থেকে বেরোয় মেয়ে। তিনি জানান, রাত ন’টাতেও বাড়ি না ফেরায় এবং ফোন বন্ধ থাকায় পরদিন আমরা চিৎপুর থানায় নিখোঁজ ডায়েরি করি।’’ এ দিকে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত ২৬শে জানুয়ারি সকালে ব্যান্ডেল স্টেশন চত্বর থেকে উদ্ধার হয় এক তরুণীর দেহ। কিন্তু তখনও তাঁর পরিচয় না জানায় দেহটি ময়না তদন্তের পরে চুঁচুড়া হাসপাতাল মর্গে রেখে দেয় পুলিশ। বৃহস্পতিবার লালবাজারের তরফে জানানো হলে চুঁচুড়া হাসপাতালে এসে দেহটি শনাক্ত করেন পাইকপাড়ার ওই তরুণীর পরিজনেরা। ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
জেলার পুলিশ সুপার সুকেশ জৈন বলেন, ‘‘ময়না তদন্তে জানা গিয়েছে তরুণীর ফুসফুসে জল জমেছিল। মনে হচ্ছে জলে ডুবে মারা যান তিনি। প্রাথমিক ভাবে ধর্ষণের চিহ্ন মেলেনি। তবে তরুণীর পরিবারের তরফে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের হওয়ায় সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের খোঁজ চলছে।’’