Kolkata News

দু’পাড়ার মধ্যে রাতভর সংঘর্ষ, থমথমে শোভাবাজার

রাস্তার উপরে ছড়িয়ে রয়েছে বড় বড় ইটের টুকরো। কাচের বোতলের ভাঙা অংশ। অধিকাংশ দোকানবাজারই বন্ধ। কয়েকটি দোকান খুললেও তাতে খদ্দেরের তেমন ভিড় নেই। অটো রিকশা চলাচলও কম। শোভাবাজারের হাটখোলা এলাকায় এমন ছবি দেখা গেল মঙ্গলবার সকালে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৭ ১১:৫৩
Share:

সকাল হতে এ ছবিই দেখা গেল এলাকায়।

রাস্তার উপরে ছড়িয়ে রয়েছে বড় বড় ইটের টুকরো। কাচের বোতলের ভাঙা অংশ। অধিকাংশ দোকানবাজারই বন্ধ। কয়েকটি দোকান খুললেও তাতে খদ্দেরের তেমন ভিড় নেই। অটো রিকশা চলাচলও কম। শোভাবাজারের হাটখোলা এলাকায় এমন ছবি দেখা গেল মঙ্গলবার সকালে।

Advertisement

কারণ?

দু’টি পাড়ার এক দল যুবকের মধ্যে সোমবার রাত থেকে দফায় দফায় সংঘর্ষ চলে। এ দিন সকালেও তা ফের শুরু। গোটা এলাকায় প্রায় থমথমে পরিবেশ। এলাকায় নেমেছে বিশাল পুলিশবাহিনী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জোড়াসাঁকো ট্রাফিক গার্ড সংলগ্ন রাস্তায় ভাঙামাঠ ও তাড়িখানা পাড়ার মধ্যে সোমবার রাত থেকে ঝামেলা বাধে। ওয়ার্ড নম্বর ৯-এর অন্তর্গত ওই এলাকার একটি মন্দিরে পুজোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে তা সংঘর্ষের আকার নেয়। জোড়াবাগান ও শ্যামপুকুর থানার অন্তর্গত ওই দুই পাড়ার মধ্যে ইট ছোড়াছুড়ি চলে। কাচের বোতল নিয়েও দু’পক্ষের মারপিট চলে বলে জানা গিয়েছে। ইটের আঘাতে বেশ কয়েক জন জখম হয়েছে বলে খবর মিলেছে। সংঘর্ষের খবর পেয়ে এলাকায় পৌঁছেছে জোড়াবাগান, শ্যামপুকুর ও বটতলা থানার পুলিশ। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে।

Advertisement

আরও পড়ুন

শুধুমাত্র কলকাতাতেই ভুয়ো নামে ছয় লক্ষ রেশন কার্ড!

চলছে পুলিশি টহলদারি।

তবে ঠিক কী কারণে ওই ঝামেলার সূত্রপাত তা এখনও পর্যন্ত জানা যায়নি।

ছবি: বিশ্বনাথ বণিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement