ব্রিটিশ কাউন্সিল

অনলাইনে মিলবে ডিজিটাল লাইব্রেরি

ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি অনলাইন মেম্বারশিপ দিচ্ছে বার্ষিক ৯৯৯ টাকায়। ওই সংস্থা সূত্রে খবর, এই সুযোগ মিলবে আজ, শনিবার (অক্টোবর ১০) পর্যন্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৫ ০০:০১
Share:

ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি অনলাইন মেম্বারশিপ দিচ্ছে বার্ষিক ৯৯৯ টাকায়। ওই সংস্থা সূত্রে খবর, এই সুযোগ মিলবে আজ, শনিবার (অক্টোবর ১০) পর্যন্ত।

Advertisement

অনলাইন সদস্য হলে বিশ্বের নানা দেশের পাঁচ হাজারেরও বেশি চলচ্চিত্র দেখার সুযোগ মিলবে। ডকুমেন্টারি, ছোট ফিচার ছাড়াও সানডান্স, কান, ট্রিবেকা-সহ নানা ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত কয়েক হাজার ছবি দেখা যাবে ‘ই-মুভি’ বিভাগে। এছাড়া আছে ই-ম্যাগাজিন বিভাগ, যেখানে আন্তর্জাতিক বিভিন্ন ম্যাগাজিনের নিবন্ধ, ছবি, বিজ্ঞাপন, সবই প্রিন্টের মতোই মিলবে ডিজিট্যাল সংস্করণে। পাওয়া যাবে চার হাজারেরও বেশি আন্তর্জাতিক খবরের কাগজের ডিজিট্যাল সংস্করণ। এক লক্ষ ২০ হাজারেরও বেশি ই-বুক মিলবে। সাত হাজারেরও বেশি জার্নাল মিলবে, যার মধ্যে ইঞ্জিনিয়ারিং, আইটি, ম্যানেজমেন্ট, মেডিক্যাল সায়েন্স, আইনের মতো নানা বিষয়ের জার্নাল রয়েছে। এছাড়াও রয়েছে ‘ই-লিটারেচার’ বিভাগ, যেখানে ইংরেজি সাহিত্যের সাড়ে তিন লক্ষ বইয়ের সম্পূর্ণ টেক্সট মিলবে। ইন্টারনেট রয়েছে, এমন যে কোনও কম্পিউটার বা মোবাইলে এ সব সুবিধে মিলবে।

সদস্য হওয়ার জন্য www.library.britishcouncil.org এ গিয়ে অনলাইনে সদস্য ফি-এর টাকা দেওয়া যাবে। যোগাযোগ: মণীশ গুপ্ত, ৯৮৩০০৭৪০৭৩।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement