ঘাতক গাড়ি। —নিজস্ব চিত্র।
রাস্তায় ধারে দাঁড়িয়ে একটি মন্দিরের সামনে প্রার্থনা করছিলেন সরস্বতী হালদার। আচমকাই একটি গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে যান। তাঁকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
বৃহস্পতিবার সকালে গড়িয়াহাট থানা এলাকার অশ্বিনী দত্ত লেনের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, এ দিন ৭টা নাগাদ একটি সাদা রঙের গাড়ি আচমকাই ওই মহিলাকে ধাক্কা মারে। স্থানীয়রা তাঁকে দ্রুত নিয়ে যান আরকে মিশন হাসপাতালে। সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়। কিন্তু মাথায় গুরুতর আঘাত লাগার কারণে, শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। এই ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দেয়।
সরস্বতী দেবীর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার এলাকায়। পুলিশ তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে। যদিও দুর্ঘটনার পর গাড়ির চালক সুমিত শর্মা সেখান থেকে পালিয়ে যায়। পরে তাঁকে পণ্ডিতিয়া রোড এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে। স্থানীয়দের অভিযোগ, তিনি গাড়ি চালানো শিখছিলেন। তাঁর কাছ থেকে পুলিশ একটি ‘লার্নার লাইসেন্স’ বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: বান্ধবীদের হেনস্থার প্রতিবাদ করায় পিটিয়ে, বিষ খাইয়ে যুবককে খুনের অভিযোগ