Arrest

পুলিশকর্মীকে কোপ, ধৃত

দুধকুমার হালদার নামে জখম পুলিশ আধিকারিক বারাসতের একটি নার্সিংহোমে ভর্তি। তাঁর মাথায় তিনটি সেলাই পড়েছে। এই ঘটনায় দীপায়ন সরকার নামে এক যুবককে গ্রেফতার করেছে বারাসত থানার পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ০৭:৪৯
Share:

দীপায়ন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। —ফাইল চিত্র।

একটি পরিবারে অশান্তি হচ্ছে বলে খবর পেয়ে তা ঠেকাতে গিয়েছিলেন বারাসত থানার এক পুলিশ আধিকারিক। সেখানে তাঁর উপরে কাটারি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় ওই পরিবারের সদস্য, দীপায়ন সরকার নামে এক যুবককে গ্রেফতার করেছে বারাসত থানার পুলিশ। দুধকুমার হালদার নামে জখম ওই পুলিশ আধিকারিক বারাসতের একটি নার্সিংহোমে ভর্তি। তাঁর মাথায় তিনটি সেলাই পড়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বারাসতের ন’পাড়ার আমতলায় এই ঘটনা ঘটে। এক মহিলা থানায় ফোন করে জানান, এক দম্পতিকে মারধর করছে তাঁদের ছেলে। ঘটনাস্থলে ছোটে বারাসত থানার পুলিশ। বাড়িতে পৌঁছে পুলিশকর্মীরা দেখেন, বাড়ির দরজার সামনে কাটারি নিয়ে দাঁড়িয়ে আছে দীপায়ন। পুলিশ জানায়, দীপায়ন তার বাবা-মাকে মারধর করছিল বলে অভিযোগ। থানায় ফোন করেছিলেন দীপায়নের মা। দীপায়ন কাটারি নিয়ে তার বাবার উপরে চড়াও হতে পারেন, এই আশঙ্কাতেই তিনি ফোন করেছিলেন।

গোটা ঘটনার কথা শুনে দুধকুমার এগিয়ে যান দীপায়নের দিকে। অভিযোগ, কথা শুরু হতে না হতেই দীপায়ন দুধকুমারের মাথায় কাটারির কোপ বসিয়ে দেয়। দু’বার মাথায় এবং দু’-তিন বার শরীরে কোপ লাগে। পুলিশ আধিকারিকেরা জানান, দুধকুমারের বুকপকেটে থাকা মোবাইলটি কাটারির কোপে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে নিয়ে দ্রুত বারাসত মেডিক্যাল কলেজে ছোটেন অন্য পুলিশকর্মীরা। আটক করা হয় দীপায়নকে। পরে তাকে গ্রেফতার করা হয়। এ দিন ধৃতকে পুলিশি হেফাজতে পাঠিয়েছে বারাসত আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement