পার্টি থেকে ফেরার সময় গরফায় পথচারীকে পিষে মারলেন মত্ত ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

স্থানীয়রা জানাচ্ছেন, দ্রুতগতিতে গাড়ি চলছিল। আচমকাই জোরে আওয়াজ হয়। লাইটপোস্ট বেঁকে যায়। দু’জন দাঁড়িয়েছিলেন, তাঁরা রাস্তায় পড়ে যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ১১:৪৬
Share:

গ্রাফিক-শৌভিক দেবনাথ।

পার্টি থেকে বাড়ি ফেরার পথে এক ব্যক্তিকে পিষে মারলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। আহত আরও এক। যাদবপুর থেকে বাইপাসের দিকে যাওয়ার সময় ঘটনাটি ঘটেছে সাঁপুইপাড়া এলাকায়। ব্যবসায়ী পুত্রের গাড়িতে ছিলেন তাঁর দুই বন্ধুও। প্রত্যকেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ।

Advertisement

গরফা থানা সূত্রে খবর, প্রিন্স আনোয়ার শাহ রোড থেকে মদ্যপ অবস্থায় দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন শুভম বন্দ্যোপাধ্যায়। বাইপাসে ওঠার আগে নিয়ন্ত্রণ হারিয়ে সাঁপুইপাড়ার কাছে একটি লাইটপোস্টে ধাক্কা মারেন। সেখানে দুই ব্যক্তি দাড়িয়ে ছিলেন। ঘটনাস্থলেই মারা যান রতন সরকার। আহত হন নীলোৎপল বিশ্বাস।

দুর্ঘটনার পর অভিযুক্ত পড়ুয়া শুভম বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০৪এ, ২৭৯, ৩০৪(পার্ট-২), ৩০৮, ৪২৭ এবং ১৮৫ মোটর ভেহিকেলস অ্যাক্টেও মামলা হয়েছে।

Advertisement

স্থানীয়রা জানাচ্ছেন, দ্রুতগতিতে গাড়ি চলছিল। আচমকাই জোরে আওয়াজ হয়। লাইটপোস্ট বেঁকে যায়। দু’জন দাঁড়িয়েছিলেন, তাঁরা রাস্তায় পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁদের বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রতন সরকারকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গাড়িতে থাকা তিনজনকেই পুলিসের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, বছর তেইশের শুভম ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের ছাত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement